ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনা মোকাবেলায় মোদির পাশে সোনিয়া

প্রকাশিত: ০৮:৪৫, ২৭ মার্চ ২০২০

করোনা মোকাবেলায় মোদির পাশে সোনিয়া

হাজার বিরোধিতা সত্ত্বেও পুরো ভারতকে ২১ দিনের জন্য লকডাউন করার সিদ্ধান্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সমর্থন করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। বুধবার এক চিঠিতে মোদিকে সোনিয়া জানিয়েছেন, করোনাভাইরাসের সংক্রমণ রুখতে এটি অত্যন্ত ‘ভাল পদক্ষেপ’, এই বিষয়ে ‘সরকারকে সমর্থন করবে’ কংগ্রেস। খবর এনডিটিভি অনলাইনের। সোনিয়া তার ৪ পৃষ্ঠার চিঠিতে লিখেছেন, ‘কংগ্রেসের সভানেত্রী হিসাবে, আমি বলতে চাই যে আমরা এই মহামারীর সংক্রমণ রোধে কেন্দ্রীয় সরকারের নেয়া প্রতিটি পদক্ষেপকে সমর্থন করেছি এবং আমরা সরকারকে সম্পূর্ণভাবে সহযোগিতা করব।’ হাঙ্গেরিতে ব্রিটিশ কূটনীতিকের মৃত্যু করোনাভাইরাস হাঙ্গেরিতে ব্রিটিশ দূতাবাসের ডেপুটি হেড অব মিশন স্টিভেন ডিক নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ৩৭ বছর বয়সী এই কূটনীতিক বুদাপেস্ট মিশনে দায়িত্ব পালন করে আসছিলেন গত বছরের ডিসেম্বর থেকে। খবর ওয়েবসাইটের। বিবিসি লিখেছে, মঙ্গলবার স্টিভেন ডিকের মৃত্যু হয় বলে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে। তার অন্য কোন স্বাস্থ্য জটিলতা ছিল কিনা, তা জানা যায়নি। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেছেন, স্টিভেন ডিকের মৃত্যুর খবরে তিনি দারুণ মর্মাহত। ‘তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ কূটনীতিক। অত্যন্ত দক্ষতা আর আন্তরিকতার সঙ্গে তিনি দেশেল প্রতিনিধিত্ব করে আসছিলেন।’
×