ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভোলায় নতুন আরো ১৭জনসহ বিদেশ ফেরত ৩৭৫ জন হোম কোয়ারেন্টাইনে

প্রকাশিত: ০৬:১১, ২৬ মার্চ ২০২০

ভোলায় নতুন আরো ১৭জনসহ বিদেশ ফেরত ৩৭৫ জন হোম কোয়ারেন্টাইনে

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ ভোলা জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আজ বৃহস্পতিবার পর্যন্ত আরো ১৭ জনকে চিহ্নিত করে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য পাঠানো হয়েছে। এ নিয়ে ভোলায় গত ১৫ মার্চ হতে মোট ৩৭৫ জন বিদেশ থেকে আসা প্রবাসীকে ভোলার বিভিন্ন উপজেলায় হোম কোয়ারেন্টাইনে জন্য চিহ্নিত হয়ে থেকেছে বলে ভোলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। তারা আরো জানিয়েছে, হোম কোয়ারেন্টাইনে থাকাদের মধ্যে থেকে ১২০ জনের হোম কোয়ারেন্টিনে থাকার মেয়াদ শেষ হয়েছে। বর্তমানে ২৫৫ জন হোম হোম কোয়ারেন্টাইনে রয়েছে। তাদের মধ্যে ভোলা সদরে ৫৬ জন,ভোলা পৌর এলাকায় ৬ জন,দৌলতখান উপজেলায় ৪২জন, বোরহানউদ্দিন উপজেলায় ১২ জন,লালমোহন উপজেলায় ২৫জন, চরফ্যাসন উপজেলায় ৩২ জন,তজুমদ্দিন উপজেলায় ৬২ জন ও মনপুরা উপজেলায় ২০ জন রয়েছে। এছাড়া ভোলার দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আইসোলেশন বিভাগে ভর্তি করা রোগীর নমুনা পরীক্ষার জন্য ঢাকা রোগতত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এ তার নমুনা পাঠানো হয়েছে বলে জানান ভোলা সিভিল সার্জন ডা: রতন কুমার ঢালী । ২৪ ঘন্টা পর রির্পোট জানা যাবে।
×