ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্বাধীনতা দিবসে জাতিসংঘ মহাসচিবের শুভেচ্ছা

প্রকাশিত: ০০:২৫, ২৬ মার্চ ২০২০

স্বাধীনতা দিবসে জাতিসংঘ মহাসচিবের শুভেচ্ছা

অনলাইন রিপোর্টার ॥ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশি নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজ। বৃহস্পতিবার জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী মিশন থেকে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পাঠানো এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান। জাতিসংঘ মহাসচিব বলেন, বাংলাদেশের স্বাধীনতা দিবসে দেশটির জনগণকে আমি শুভেচ্ছা জানাই। জাতিসংঘের প্রতিটি সদস্যের স্বতন্ত্র সংস্কৃতি ও ইতিহাস রয়েছে। আপনার দেশের জাতিসংঘের সঙ্গে সম্পৃক্ততা ও আন্তর্জাতিক এজেন্ডা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বছর টেকসই উন্নয়নের প্রথম দশকে আমরা অবশ্যই বৈশ্বিকভাবে আমাদের লক্ষ্য অর্জনে এগিয়ে যাবো। তিনি আরও বলেন, আমি শান্তিপূর্ণ ও টেকসই বিশ্ব গড়ার লক্ষ্যে বাংলাদেশের সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছি।
×