ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আজ থেকে ৪ এপ্রিল পর্যন্ত রাইড শেয়ারিং সেবা বন্ধ

প্রকাশিত: ১২:৪৮, ২৬ মার্চ ২০২০

আজ থেকে ৪ এপ্রিল পর্যন্ত রাইড শেয়ারিং সেবা বন্ধ

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ’র (বিআরটিএ) নির্দেশনা মোতাবেক আজ বৃহস্পতিবার থেকে ৪ এপ্রিল পর্যন্ত সব ধরনের রাইড শেয়ারিং সেবা বন্ধ থাকবে। বুধবার বিআরটিএ’র এই নির্দেশনার বরাত দিয়ে সেবা বন্ধের বিষয়টি নিশ্চিত করেন দেশের অন্যতম শীর্ষ রাইড শেয়ারিং প্লাটফর্ম প্রতিষ্ঠান ‘পাঠাও’র প্রধান বিপণন ও জনসংযোগ কর্মকর্তা সৈয়দা নাবিলা মাহবুব। তিনি বলেন, বিআরটিএ ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সব ধরনের রাইড শেয়ারিং সেবা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে। আমরাও কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক প্রস্তুতি নিচ্ছি। সৈয়দা নাবিলা মাহবুব আরও বলেন, করোনাভাইরাস সংক্রমণের এই সময়ে সবারই নিজ নিজ অবস্থানে বা বাসায় থাকার বিকল্প নেই। রাইড শেয়ারিং সেবা নেয়ার অর্থ হচ্ছে মানুষ বাসায় অবস্থানের বদলে ট্রাভেল করছে। এই বিবেচনা থেকেই হয়ত কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। আমরাও চাই, সবাই যেন এ সময় বাসায় নিরাপদে থাকে। তবে খাবার সরবরাহ সেবা বা ফুড ডেলিভারি সার্ভিস এই নির্দেশনার আওতামুক্ত।
×