ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্বাধীনতা দিবস উপলক্ষে গুতেরেসের শুভেচ্ছা

প্রকাশিত: ১২:৪৮, ২৬ মার্চ ২০২০

স্বাধীনতা দিবস উপলক্ষে গুতেরেসের শুভেচ্ছা

জনকণ্ঠ ডেস্ক ॥ জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশী নাগরিকদের উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। বুধবার রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদকে পাঠানো এক বার্তায় জাতিসংঘ মহাসচিব বলেন, ‘জাতিসংঘের প্রতিটি সদস্য রাষ্ট্রেরই স্বতন্ত্র সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। এই বৈচিত্রতা আমাদের সংস্থা ও বিশ্বকে সমৃদ্ধ করেছে। জাতিসংঘে আপনার দেশের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ খবর বাসসর। তিনি আরও বলেন, ‘এই বছর টেকসই উন্নয়ন লক্ষমাত্রা এসডিজির প্রথম দশকে একটি সুন্দর বিশ্বায়ন গড়ে তোলাকে অবশ্যই আমাদের সম্মিলিত লক্ষ্য হিসেবে গ্রহণ করতে হবে, যা সকলের স্বার্থে কাজ করবে এবং জলবায়ু প্রশ্নে চূড়ান্ত পদক্ষেপ নেবে।’ গুতেরেস বলেন, সকলের জন্য একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও টেকসই বিশ্ব গড়ে তুলতে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জনগণের অংশগ্রহণ ও সমর্থন কামনা করেন।
×