ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সেরে উঠছেন চলচ্চিত্র অভিনেত্রী নাসরিন

প্রকাশিত: ১২:২৫, ২৬ মার্চ ২০২০

সেরে উঠছেন চলচ্চিত্র অভিনেত্রী নাসরিন

সংস্কৃতি ডেস্ক ॥ চলচ্চিত্র অভিনেত্রী নাসরিনের রমনা মনোয়ারা হাসপাতালে গত ১৩ মার্চ পেটে টিউমারের অপারেশন হয়। এ অপারেশন করেন অধ্যাপক শামসাদ জাহান শেলী। চারদিকে করোনাভাইরাসের আতঙ্কের কারণেই ডাক্তারের পরামর্শে বাসায় অবস্থান করছেন নাসরিন। তবে প্রতিনিয়তই ডাক্তার শেলী তার খোঁজ খবর নিচ্ছেন। পেটে প্রচ- ব্যথার কারণে নাসরিন খুব একটা নড়তে চড়তে পারছেন না। ডাঃ শামসাদ জাহান শেলী বলেন, দীর্ঘদিন ধরে নাসরিন পেটে টিউমার সমস্যায় ভুগছিলেন। তা আয়তনে অনেক বড় হয়ে যাওয়ায় অপারেশনের প্রয়োজন হয়। তাকে অন্তত তিন মাস সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। পুরোপুরি সুস্থ হতে তাকে দ্বিতীবার অপারেশনের প্রয়োজন হতে পারে। নাসরিন বলেন, আমার সমস্যাটা এখন ভয়াবহ। পেটে প্রচ- ব্যথা। ডাক্তার তিন মাস বিশ্রামে থাকতে বলেছেন। আমার জন্য সবাই আল্লাহর কাছে দোয়া করবেন। আমি যেন আল্লাহর রহমতে দ্রুত সুস্থ হয়ে উঠি। আমার ছোট ছোট বাচ্চা দুটির জন্য খুব খারাপ লাগছে। দুঃখ একটাই আমি একজন শিল্পী। সারাটা জীবন অভিনয়ের জন্যই ব্যয় করলাম। যে চলচ্চিত্রের জন্য আমার পুরোটা জীবন কেটে গেল সেই জগতের কেউ আমাকে দেখতে পর্যন্ত এলো না। শিল্পীদের কল্যাণে যে চলচ্চিত্র শিল্পী সমিতি, তারাও কোন খোঁজ নিল না। খুব কষ্ট পেলাম। হাজারও চলচ্চিত্রে অভিনেত্রী নাসরিন। একজন অতিরিক্ত শিল্পী হিসেবে নাসরিনের চলচ্চিত্রে অভিষেক হলেও তার ব্যাপক পরিচিতি আসে কৌতুক অভিনেতা দিলদারের জুটি হয়ে। এরপর নানামুখী চরিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেন। কখনও বোন, কখনও ভাবী, কখনও সহনায়িকা, নায়িকা আবার কখনও বা প্রতিনায়িকার চরিত্রে নাসরিন ক্রমশই উজ্জল হয়ে ওঠেন। একজন নৃত্যশিল্পী হিসেবেও অনেক কদর রয়েছে তার। চলচ্চিত্রে এমন একটা সময় ছিল যখন প্রতিটি সিনেমাতেই আইটেম গানে তিনি ছিলেন অপরিহার্য। হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’ চলচ্চিত্রে অনন্য অভিনয়ের জন্য নাসরিন শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে বাচসাস পুরস্কার অর্জন করেন। বর্তমানে নাসরিন দুই সন্তানের জননী। স্বামী রিয়েল খানও চলচ্চিত্র অভিনেতা।
×