ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নিথর মাহবুবের মূকাভিনয় ভিডিও ‘স্টে সেফ’

প্রকাশিত: ১২:২৪, ২৬ মার্চ ২০২০

নিথর মাহবুবের মূকাভিনয় ভিডিও ‘স্টে সেফ’

সংস্কৃতি ডেস্ক ॥ সাদা পোশাকে মূকাকু যাচ্ছে আর তাকে অনুস্মরণ করছে কালো পোশাকের কয়েকজন। একসময় কালো পোশাকধারীরা ঘিরে ধরে মূকাকুকে। মূকাকু তাদের কাছ থেকে সরে আসতে চায় কিন্তু তারা তার পিছু ছাড়ছে না। মূকাকু ভয়ে আতঙ্কিত হয়ে যায় এক পর্যায়ে কালো পোশাকধারীরা এটাক করে মূকাকুকে। মূকাকু আক্রান্ত হলে কালো পোশাকধারীরা উচ্ছ্বাস প্রকাশ করে। তাদের উচ্ছ্বাসের মধ্যে ভেসে উঠে মূকাকুর মতো আক্রান্ত হওয়া বিশ্ব মানচিত্রের চিত্র। এমনি একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের ওয়ালে দেখা যাচ্ছে। ভিডিও চিত্রে স্ক্রলের মাধ্যমে করোনায় করণীয় বিষয়গুলোও তুলে ধরা হয়েছে। আসলে এটি করোনাভাইরাস নিয়ে জনসচেতনতামূলক সিম্বলিক একটি মূকাভিনয়ের ভিডিও। যার মাধ্যমে সবাইকে অনেক সাবধানতা অবলম্বনের ইঙ্গিত দেয়া হয়েছে। করোনাভাইরাসের ভয়াবহতা তুলে ধরা এবং মানুষকে এ বিষয়ে সচেতন করতে নিজের মূকাভিনয় দিয়ে ভিডিওচিত্রটি নির্মাণ করেছেন ‘মূকাকু’খ্যাত অভিনেতা নিথর মাহবুব। ভিডিও চিত্রটির নাম দিয়েছেন ‘স্টে সেফ’। ভিডিওটি তিনি ‘নিথর মাহবুব’ নামে তার নিজের ইউটিউব চ্যানেলে গত ২৪ মার্চ প্রকাশ করেন। ‘স্টে সেফ’ ভিডিওটিতে নিথর মাহবুবের সঙ্গে আরও অভিনয় করেছেন টুটুল, ফয়সাল, শুভ, সুধাংশু ও মুনিয়া। নিথর মাহবুব বলেন- ‘সবাইকে সচেতন করতে টানা দুদিন পরিশ্রম করে এই ভিডিওটি বানিয়েছি। সামাজিক দায়বদ্ধতা থেকে কাজটি করেছি। কারণ করোনা এমন একটি ভাইরাস যা মানুষের শরীর থেকে শরীরে ছড়াচ্ছে। তাই এখন জনসমাগম করে সশরীরে হাজির হয়ে মানুষেকে সচেতন করাটা নিজ এবং দর্শক উভয়ের জন্য ক্ষতিকর। তাই ভিডিও তৈরি করলাম। জনসচেতনতা তৈরির লক্ষে তিনি ভিডিওটি দর্শকদের বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানিয়েছেন।
×