ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাভিশনে সজল আলী কাইজেনের নাটক ‘হ্যাপি কাপল’

প্রকাশিত: ১২:২৪, ২৬ মার্চ ২০২০

বাংলাভিশনে সজল আলী কাইজেনের নাটক ‘হ্যাপি কাপল’

সংস্কৃতি ডেস্ক ॥ এই সময়ের অত্যন্ত মেধাবী নির্মাতা সজল আলী কাইজেন। এর আগে একাধিক নাটক নির্মাণ করে পরিচালক হিসেবে বেশ সুনাম কুড়িয়েছেন। বিশেষ করে সাম্প্রতিক সময়ে তার পরিচালনায় নির্মিত ‘ক্রেজি হাজবেন্ড’ নাটকটি বেশ জনপ্রিয় হয়। নাটকটি নিয়ে অনেকের কাছেই প্রশংসিত হয়েছেন এই তরুণ নির্মাতা। নিয়মিত নাটক নির্মাণের ধারাবাহিকতায় তিনি আবারও নির্মাণ করেছেন নতুন একটি খন্ড নাটক। বিশেষ এই নাটকটির নাম ‘হ্যাপি কাপল’। নির্মাতা জানিয়েছেন আগামী ২৯ মার্চ রবিবার রাত ৯-০৫ মিনিটে নাটকটি জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল বাংলাভিশন টেলিভিশনে প্রচার হবে। প্রচারের পর নাটকটি অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের বাংলা নাটক ইউটিউবে দেখতে পারবেন দর্শক-শ্রোতারা। ‘হ্যাপি কাপল’ নাটকটি নাটক যথারীতি রচনা ও পরিচালনা করেছেন সজল আলী কাইজেন। নাটকটি প্রযোজনা করেছেন শামীমা আক্তার সুমি। আর নাটকের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন এই সময়ে জনপ্রিয় অভিনয়শিল্পী মিশু সাব্বির ও তানিয়া বৃষ্টি। আরও অভিনয় করেছেন সাজু আহমেদ, কানিজ ফাতেমা কাশেম (বিবি কানিজ), অভিনেতা নির্দেশক রাজীব রেজা, দীপ্তসহ আরও অনেকে। নাটকটির চিত্রগ্রহণ করেছেন বাংলাদেশে তরুণ মেধাবী চিত্রগ্রাহক সুজন মেহমুদ। নাটকের কালার ও সম্পাদনা এস এ সুমন। প্রধান সহকারী এস এম সাইফুল প্রজেক্ট উপদেষ্টা কেফায়েত মজুমদার, সহকারী পরিচালক কাজী প্লাবন। ‘হ্যাপি কাপল’ নাটকের গল্পে দেখা যাবে মিজান এবং দিনার নতুন সংসার। দু’জনার সংসারে আর্থিক অভাব না থাকলেও আছে দু’জনার মধ্যে বোঝাপড়ার অভাব। দিনা যেভাবে নিজেদের বিবাহিত জীবনে সুখ দেখতে চায় মিজান সেভাবে চায় না। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যদের কাছে নিজেদের সুখ সংবাদ প্রচারে ব্যস্ত দিনা অন্যদিকে অফিসের পর মিজান তার স্ত্রীকে নিয়ে সুখ খুঁজতে ব্যস্ত। বিশেষ করে মিজান দিনার পরিবার যাদের অর্থবিত্তের কোন কমতি নেই। কিন্তু তাদের পরিবারে প্রকৃত সুখ নেই। বাইরে থেকে অন্যরা যা দেখেন তা আসলে লোক দেখানো। বাইরের লোকের কাছে তারা মিছে মিছেই তারা নিজেদের হ্যাপি কাপল হিসেবে পরিচয় দিতে থাকে। অন্যদিকে আরেকটি পরিবার যাদের হয়ত অর্থবিত্ত ততটা নেই, জীবন সংসার কোনমতে চলে যায়, কিন্তু তারা প্রকৃতপক্ষেই সুখী। তাদের মধ্যে কোন লোক দেখানো কিছু নেই। আসলে এই নাটকের মধ্যে দেখানো হয়েছে পরিবারের সদস্যদের মধ্যে নৈতিক কারণে স্যাক্রিফাইসই এবং পারস্পরিক বোঝাপোরা আসলে প্রকৃত সুখ। আর এ সুখের জন্য বাইরের কোন কিছুর প্রয়োজন নেই প্রয়োজন শুধু একে অপরের প্রতি ভালবাসা, শ্রদ্ধা এবং সম্মান। এই বিষয়গুলো মাথায় রাখলেই পরিবারে সুখ চলে আসে। ‘হ্যাপি কাপল’ নাটক প্রসঙ্গে পরিচালক সজল আলী কাইজেন বলেন বর্তমান সমাজে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব এবং লোক দেখানো সম্পর্কের পরিণতি ‘হ্যাপি কাপল’ নাটকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। নাটকটি দেখে দর্শক যেমন মজা পাবেন তেমনি একটা মেসেজ দর্শকরা পাবে। সংসারে সুখ বিষয়টি যে শুধুই লোক দেখানো না সেটি বোঝা যাবে।
×