ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্বাধীনতা দিবসে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’

প্রকাশিত: ১২:২২, ২৬ মার্চ ২০২০

স্বাধীনতা দিবসে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’

সংস্কৃতি ডেস্ক ॥ স্বাধীনতা দিবস উপলক্ষে আজ বৈশাখী টিভিতে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত মুজিববর্ষে বঙ্গবন্ধুর প্রতি সম্মান ও শ্রদ্ধা জানানোর লক্ষ্যে তার জীবনীর ওপর ভিত্তি করে অনুষ্ঠানটি নির্মিত হয়েছে। বীরপ্রতীক লে. কর্নেল (অব) কাজী সাজ্জাদ আলী জহিরের উপস্থাপনায় অনুষ্ঠানের আজকের পর্বের আলোচনায় অংশ নিয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার। অনুষ্ঠানটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন মামুন আব্দুল্লাহ। অনুষ্ঠানটি আজ বৃহস্পতিবার বিকেল ৫-৩০ মিনিটে প্রচার হবে। এছাড়া ‘সকালের গানে’ অনুষ্ঠানে আজ গাইবেন ৮ শিল্পী। এরা হলেন, কাদেরী কিবরিয়া, তিমির নন্দী, ফেরদৌস আরা, অনিমা রায়, লিজা, রাজিব, শবনম প্রিয়াঙ্কা, বর্ণালী সরকার। লিটু সোলায়মানের প্রযোজনায় অনুষ্ঠানটি আজ সকাল ৮-২০ মিনিটে প্রচার হবে। আজ প্রচার হবে তাদের গাওয়া ৮টি গান।
×