ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্বাধীনতা দিবসের নাটক ‘আমিও কি মুক্তিযোদ্ধা’

প্রকাশিত: ১২:২২, ২৬ মার্চ ২০২০

স্বাধীনতা দিবসের নাটক ‘আমিও কি মুক্তিযোদ্ধা’

সংস্কৃতি ডেস্ক ॥ স্বাধীনতা দিবস উপক্ষে আজ প্রচার হবে বিশেষ ‘আমিও কি মুক্তিযোদ্ধা’। নাটকটি পরিচালনা করেছেন শাহিন আহমেদ। স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠানমালায় আজ রাত ৯টায় নাটকটি এটিএন বাংলায় প্রচার হবে। নাটকে অভিনয় করেছেন সজল, নাদিয়া নদি, কাজী উজ্বল, আশরাফ কবীর, তমাল মাহবুব, শিশির আহমেদ, তন্দ্র, লিজা খানমসহ আরও অনেককে। ‘আমিও কি মুক্তিযোদ্ধা’ নাটকে সজলকে দেখা যাবে তৎকালীন একজন সরকারি চাকরিজীবীর চরিত্রে। অন্যদিকে নাদিয়াকে দেখা যাবে সহজ সরল ও শিক্ষিতা একজন গৃহিনী হিসেবে। ‘আমিও কি মুক্তিযোদ্ধা’ নাটকটিতে মুক্তিযুদ্ধকালীন ঘটনা তুলে ধরা হয়েছে। গল্পে দেখা যাবে ’৭১ এর ভোটে একক সংখ্যাগরিষ্ঠদের হাতে ক্ষমতা দেয়া যাবে না কেন-এটা সগীর বুঝতেই পারে না। মিটিং আর মিটিং চলছেই যদি মিটিং করে দেশের ক্ষমতা ভাগাভাগি হয় তা হলে নির্বাচনের প্রয়োজনটা কি ছিল? সগীর সাধারণ একটা ছেলে মতিঝিলের সরকারী অফিসে চকরি করে। সহজ সরল হলেও ৭ মার্চে বঙ্গবন্ধুর বক্তৃতা তার মাধ্যে অধিকার আদায়ের দৃঢ়তা এসেছে। কিন্তু ওই পর্যন্তই। তারপর সময়ের ব্যবধানে ঘটনা পরিক্রমা চলছিল। শ্যালকদের পরিকল্পনা অনুযায়ী সে বউকে রেখে আসে গ্রামে। মোটরসাইকেল করে অফিসে যাওয়া আসা কড়া নিরাপত্তা ও চেক এর মধ্যেই করতে হয়। এমন চেক ও তল্লাশির মধ্যে যদি একটা বোমা ফাটানো যায় তবে পাকিস্তানীরা মনে করবে মুক্তিযোদ্ধাদের শক্তি। পরিকল্পনা অনুযায়ী সে ইচ্ছাকৃত মোটর বাইক এক্সসিডেন্ট করল। ব্যান্ডেজ করল। ২ দিন আসা যাওয়া করল ব্যান্ডেজ নিয়ে। পরের দিন ব্যান্ডেজের ভেতরে বোমা তৈরির সরঞ্জাম একটু একটু করে নিতে শুরু করল। জীবনের ঝুঁকি নিয়ে। এক সময় সব নেয়া সম্ভব হল। যে কথা সেই কাজ। অফিসের আরও ২ জন বিষয়টি জেনে গেল। তাদের সহযোগিতা নিয়েই বোমা ফাটাল সগীর।
×