ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাঁচজনকে কপ্টারে চট্টগ্রামে স্থানান্তর

প্রকাশিত: ১২:১৪, ২৬ মার্চ ২০২০

পাঁচজনকে কপ্টারে চট্টগ্রামে স্থানান্তর

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ রাঙ্গামাটির সাজেক ইউনিয়নের শেয়ালদহ এলাকায় শিশুদের মাঝে ব্যাপকহারে হাম রোগ ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে এ রোগে বেসরকারী পরিসংখ্যান অনুযায়ী ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ অবস্থায় চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এসএম মতিউর রহমানের নির্দেশে সেনাবাহিনীর চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি টিম সেখানকার পরিস্থিতি তদারকি করে বুধবার ৫ শিশুকে হেলিকপ্টারযোগে চট্টগ্রামে নিয়ে এসে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছে। উল্লেখ করা যেতে পারে, সাজেকের শেয়ালদহ এলাকাটি অত্যন্ত দুর্গম। সামাজিক সুযোগ-সুবিধার অধিকাংশই সেখানে অনুপস্থিত। গত কিছুদিন ধরে সেখানে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে আক্রান্ত শিশুর সংখ্যা কেবলই বেড়ে চলেছে। এ পর্যন্ত শতাধিক শিশু আক্রান্ত হয়েছে, যার মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে। করোনায় লন্ডনে আরেক বাংলাদেশীর মৃত্যু জনকণ্ঠ ডেস্ক ॥ মারাত্মক ছোঁয়াচে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লন্ডনে এক দিনের ব্যবধানে তিন বাংলাদেশীর মৃত্যু হয়েছে। বুধবার লন্ডনের হুমারটন হাসপাতালে মারা যান প্রবাসী সৈয়দ আশরাফ চৌধুরী (৫৪)। তার বাড়ি বাংলাদেশের সিলেটের কদম রসুলে। খবর ওয়েবসাইটের। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার পূর্ব লন্ডনের র‌্যাল লন্ডন হাসপাতালে দুই ব্রিটিশ বাংলাদেশী মারা যান। তারা হলেন জমসেদ আলী (৮০) ও খছরু মিয়া (৪৯)। বুধবার তৃতীয় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু হয়। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র অহিদ আহমদ জানান, শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে সৈয়দ আশরাফ চৌধুরীকে হাসপাতালে নিতে এ্যাম্বুলেন্স ডাকেন স্বজনেরা। তবে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
×