ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে শিক্ষার্থীরা তৈরি করছে হ্যান্ড স্যানিটাইজার

প্রকাশিত: ১২:১৩, ২৬ মার্চ ২০২০

কুড়িগ্রামে শিক্ষার্থীরা তৈরি করছে হ্যান্ড স্যানিটাইজার

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সবাই এখন মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার কিনছেন। কিন্তু চাহিদার তুলনায় কুড়িগ্রাম জেলা থেকে এখন উধাও হ্যান্ড স্যানিটাইজার। চাহিদা বেড়ে যাওয়ায় তীব্র সঙ্কট দেখা দিয়েছে সংশ্লিষ্ট দোকানগুলোই। এমন পরিস্থিতিতে নিজেদের উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করতে এগিয়ে এসেছে কুড়িগ্রাম সরকারী কলেজের রসায়ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। বুধবার দুপুরে কুড়িগ্রাম সরকারী কলেজে হ্যান্ড স্যানিটাইজার তৈরি কার্যক্রমের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পৌরসভার পৌর মেয়র আব্দুল জলিল, কলেজের উপাধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইফুর রহমান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব প্রমুখ। রসায়ন বিভাগ জানায়, কলেজের উদ্যোগে ইতোমধ্যে ২০টি হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে বিনামূল্যে কলেজ গেটে তা বিতরণ করা হয়। এরপর আরও টার্গেট ধরা হয়েছে ২ হাজার বোতল স্যানিটাইজার তৈরি করা। করোনা আতঙ্কে পাথরঘাটার রাস্তাঘাট ফাঁকা সংবাদদাতা, পাথরঘাটা, বরগুনা, ২৫ মার্চ ॥ করোনাভাইরাসের কারণে মানুষ ঘর ছেড়ে বাইরে খুব বেশি বের হচ্ছেন না। স্কুল-কলেজ, দোকান বন্ধ থাকলেও হাট-বাজারে অল্প সংখ্যক লোকজন দেখা যাচ্ছে এক কথায় রাস্তাঘাট ফাঁকা। পাথরঘাটা পৌর শহরের ব্যস্ততম সড়ক শেখ রাসেল স্কয়ারে অল্পসংখ্যক গাড়ি চলাচল দেখা যাচ্ছে। বুধবার পাথরঘাটার বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। এদিকে প্রবাস থেকে পাথরঘাটা উপজেলায় ফিরে এসেছেন বুধবার পর্যন্ত ১শ’ ৮৫ জন। যারা ফিরে এসেছে তাদের মধ্যে অনেক ব্যক্তিকেই হোম কোয়ারেন্টাইনে এ রাখা হয়েছে। আবার অনেকেই ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।
×