ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যশোরে যুবককে অপহরণের প্রতিবাদ

প্রকাশিত: ১২:১২, ২৬ মার্চ ২০২০

যশোরে যুবককে অপহরণের প্রতিবাদ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর শহরের বারান্দী-মোল্লাপাড়া ঢাকা রোড এলাকার আরিফ হোসেন নামে এক যুবককে সাদা পোশাকে অস্ত্রধারীরা অপরহণ করেছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। গত সোমবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জের নিমতলা নামক স্থান থেকে তাকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় জিডি করলেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। বুধবার সকালে প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরিফের ভাই আসিফ হোসেন সানি এ অভিযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন অপহৃত আরিফ হোসেনের স্ত্রী সোহেলী আক্তার লোপা, শাশুড়ি আলেয়া বেগম, আব্দুল আলিম, মাহির হোসেন ও জুয়েল হোসেন প্রমুখ। সংবাদ সম্মেলনে আসিফ হোসেন সানি উল্লেখ করেন অপহৃত আরিফ হোসেন শহরের বারান্দী-মোল্লাপাড়া বিসিএমসি কলেজ এলাকার মৃত আব্দুল আউয়ালের ছেলে। সোমবার দুপুর ১২টার দিকে ঝিনাইদহ থেকে যশোর ফেরার পথে কালীগঞ্জ উপজেলার প্রাণিসম্পদ অফিসের সামনে পৌঁছানো মাত্র একটি মাইক্রোগাড়ি এসে তাদের গাড়ির গতিরোধ করে। বেদেপল্লীতে মাস্ক প্রদান স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মিরকাদিমে অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেনের পক্ষে সমাজের সুবিধাবঞ্চিত বেদেপল্লীর মানুষের মাঝে মাস্ক, সাবান ও করোনাভাইরাস সতর্কীকরণ লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার মিরকাদিম পৌর এলাকার কয়েক হাজার সুবিধাবঞ্চিত বেদে পরিবারে এসব সামগ্রী বিতরণ করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন মোঃ সাইফুল ইসলাম, সম্পাদক জুবায়ের ইসলাম জনি, আওয়ামী লীগ নেতা আওলাদ হোসেন, মোঃ আবু সাইদ, মোঃ শ্যামল, শহিদুল ইসলাম জুয়েল, জুবাইদা নাজমির চৌধুরী, লিমা আক্তার, পনিকা ভূইয়া, হাসিনা আক্তার, দিবা আক্তার, ইভা আক্তারসহ আরও অনেকে। সড়কে জীবাণুনাশক স্প্রে নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৫ মার্চ ॥ করোনাভাইরাস বিস্তার রোধে জেলা শহরের সড়কগুলোতে পৌরসভার উদ্যোগে জীবাণুনাশক তরল ও ওষুধ ছিটানো শুরু হয়েছে। বুধবার সকালে পৌর ভবনের সামনে থেকে ওই কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। ওইসময় সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ, পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোবারক হোসেন, পৌর সচিব আবু লায়েছ মোঃ বজলুল করিম, জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী নেজামুল হকসহ পৌর কর্মকর্তা-কর্মচারীসহ অন্যরা উপস্থিত ছিলেন। জানা যায়, করোনাভাইরাস প্রতিরোধে শহরকে জীবাণুমুক্ত করার লক্ষ্যে প্রতি ২০ লিটার পানিতে ৫০ গ্রাম ব্লিচিং পাউডার মিশিয়ে ট্রাকের মাধ্যমে শহরের সড়কগুলোসহ জনবহুল এলাকাগুলোতে ওই স্প্রে করা হচ্ছে।
×