ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে নকল ওষুধসহ আটক দুই

প্রকাশিত: ১২:০৯, ২৬ মার্চ ২০২০

মুন্সীগঞ্জে নকল ওষুধসহ আটক দুই

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ টঙ্গীবাড়ীতে আব্দুল্লাহপুর ইউনিয়নের জেলে পাড়ায় ভারতীয় অবৈধ ওষুধসহ বিভিন্ন প্রকার নকল এন্টিবায়োটিক, যৌন উত্তেজক ও সরকারী হাসপাতালের বিনামূল্যে দেয়া চোরাই ওষুধসহ দুজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক মাহবুব হোসেন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উছেন মে এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে জেলে পাড়া এলাকার বিসমিল্লাহ স্টোর নামক মুদি দোকান থেকে বিপুল পরিমাণ দেশী-বিদেশী নকল ওষুধ জব্দ করা হয়। এ সময় দোকানের মালিক মোঃ রিপন বেপারিকে ১ লাখ টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়। রিপন জেলে পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। একই সময় পাশে থাকা রোজা ড্রাগ হাউস নামের অপর ফার্মেসিতে সরকারী হাসপাতালের বিপুল পরিমাণ ওষুধ পায় ভ্রাম্যমাণ আদালত। তাৎক্ষণিক ফার্মেসির মালিক মোঃ ওমর সানীকে নগদ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। দু’জনকে মোট এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করার পর ছেড়ে দেয়া হয়। স্থানীয়দের অভিযোগ এই মুদি দোকানি রিপন দীর্ঘ ১০ বছর ধরে মুদি ব্যবসার আড়ালে নকল ওষুধের ব্যবসা চালিয়ে আসছিল। তিনি ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে ওষুধ কিনে মজুদ করে উপজেলার বিভিন্ন হাট বাজারের দোকানগুলোতে সরবরাহ করত। কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি মঙ্গলবার মধ্যরাতে মারা গেছেন। তার নাম আব্দুল গফুর (৭৫)। তিনি দিনাজপুর জেলার বিরামপুর থানার সাকাইহাটা এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার বাহারুল আলম জানান, এ কারাগারে বন্দী যাবজ্জীবন দ-প্রাপ্ত আসামি আব্দুল গফুর মঙ্গলবার মধ্যরাতে শ্বাসকষ্টজনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে কারা হাসপাতালে ও পরে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসাপাতলে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×