ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনায় আন্তর্জাতিক বিমানবন্দর লকডাউন করার সুযোগ নেই ॥ মফিদুর রহমান

প্রকাশিত: ১১:৩৫, ২৬ মার্চ ২০২০

করোনায় আন্তর্জাতিক বিমানবন্দর লকডাউন করার সুযোগ নেই ॥ মফিদুর রহমান

স্টাফ রিপোর্টার ॥ করোনায় দেশের এভিয়েশন খাতের দুর্যোগকে ‘নজিরবিহীন’ বলে উল্লেখ করেছেন সিভিল এভিয়েশান চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মফিদুর রহমান। তিনি বলেছেন করোনার পাশাপাশি এভিয়েশান খাতের দুর্যোগ সামাল দেয়ার কৌশল বের করতে হবে। এবং তা আইকাও-কে জানাতে হবে। তিনি বলেছেন, করোনার দরুন আন্তর্জাতিক বিমানবন্দর লকডাউন করার কোন সুযোগ নেই। ন্যাশনাল এয়ার ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটেশন কমিটি বুধবার এক জরুরী বৈঠকে দেশের সবগুলো বিমানবন্দরের সর্বশেষ পরিস্থিতির মূল্যায়নে এ ধরনের মতামত প্রকাশ করা হয়। একই সঙ্গে করোনা দুর্যোগের মধ্যে নিরাপদ আকাশ চলাচল নিশ্চিত করার বিষয়টিও আলোচনায় আসে। বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমানের সভাপতিত্বে ওই বৈঠকে দেশের ২০ মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। বৈঠক সূত্রে জানা গেছে, এ পর্যন্ত শাহজালাল বিমানবন্দর দিয়ে কত যাত্রী দেশে ফিরেছেন, কিভাবে তারা বের হয়েছেন তাদের স্বাস্থ্য পরীক্ষার পদ্ধতিতে কোন ধরনের ত্রুটি ছিল কিনা, ঘরে ফেরার পর কারা কারা হোম কোয়ারেন্টাইন মেনে চলছেন, কারা অমান্য করছেন-এ ধরনের বেশ কিছু বিষয়ের ওপর আলোচনা হয়। একটি সংস্থার পক্ষ থেকে বিমানবন্দর স্বাস্থ্য বিভাগের কর্মীদের দায়িত্ব পালনে ত্রুটি ও অবহেলার প্রশ্ন তোলা হলে তা খ-ন করে মন্ত্রণালয়ের প্রতিনিধিরা জানিয়েছেন, কিছুদিন থার্মাল স্ক্যানার বন্ধ ছিল। তখন হ্যান্ডহেল্ড দিয়ে আগত যাত্রীদের তাপমাত্রা মাপা হয়। পরে নতুন থার্মাল স্ক্যানার বসানোর পর পরিস্থিতির উন্নতি ঘটে। এ সম্পর্কে এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, করোনা মেকাবেলায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সবগুলো বিমানবন্দরের পরিস্থিতির পর্যালোচনা ও আলোচনা হয় বৈঠকে। কোথায় কোন ঘাটতি আছে কিনা, বিশেষ সময়ে নিরাপদে আকাশ চলাচল নিশ্চিত করা ও পরবর্তী করণীয় বিষয় নিয়ে আমরা আমাদের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেছি। একই বিষয় জানাতে হবে আইকাও-কে। বিমানবন্দর লকডাউন করা হবে জানতে চাইলে তিনি বলেন, আন্তর্জাতিক বিমানবন্দর কখনোই বন্ধ শাটডাউন বা লকড্উান করার কোন সুযোগ নেই।
×