ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিচারকের দেহে করোনা পাওয়া যায়নি

প্রকাশিত: ১১:৩৪, ২৬ মার্চ ২০২০

বিচারকের দেহে করোনা পাওয়া যায়নি

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২৫ মার্চ ॥ কয়েকদিনের কাশিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা সেই আতঙ্কে ভুগছিলেন হবিগঞ্জের এক বিচারক। পরে আইইডিসিআর-এ তার নমুনা পাঠানো হয়। সেখানকার রিপোর্টে বলা হয়েছে ওই বিচারকের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়নি। বুধবার সকালে জেলা সিভিল সার্জন ডাঃ একেএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, একজন বিচারকের কফ হয়েছিল। এতে তিনি অস্বস্তিবোধ করছিলেন। তাই করোনা পরীক্ষার জন্য সোমবার ঢাকায় নমুনা পাঠানো হয়েছিল। মঙ্গলবার তার পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। রিপোর্টে নিশ্চিত হওয়া গেছে যে, তার শরীরে করোনার অস্তিত্ব নেই। এখন তিনি যদি শারীরিকভাবে সুস্থ থাকেন তাহলে অফিস করতে পারেন। সিভিল সার্জন আরও বলেন, অন্য দু’জনের রিপোর্ট এখনও হাতে পৌঁছায়নি।
×