ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাবির ছুটি আরও ৯ দিন বাড়ল

প্রকাশিত: ১১:১৭, ২৬ মার্চ ২০২০

ঢাবির ছুটি আরও ৯ দিন বাড়ল

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছুটি আরও ৯ দিন বাড়ানো হয়েছে। পূর্বঘোষণা অনুসারে ছুটি ৩১ মার্চ শেষ হওয়ার কথা থাকলেও বুধবার ছুটির সময়সীমা ৯ এপ্রিল পর্যন্ত করার ঘোষণা দিয়েছে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে ছুটির এই সময়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ শুরু করা হয়েছে। এর আগে শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), ঢাবি শিক্ষক সমিতির অনুরোধে গত ১৬ মার্চ উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের সকল হলের প্রাধ্যক্ষ, অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যানদের নিয়ে এক জরুরী সভা করেন। ওই সভা থেকেই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম ১৮ থেকে ২৮ মার্চ পর্যন্ত স্থগিত করার ঘোষণা দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ঘোষণার পরই শিক্ষা মন্ত্রণালয় সকল শিক্ষাপ্রতিষ্ঠান ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয়। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছুটি ৩১ মার্চ পর্যন্ত বর্ধিত করে এবং ১৯ মার্চ বৃহস্পতিবার শিক্ষার্থীদের ২০ মার্চ শুক্রবার সন্ধ্যা ৬টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়।
×