ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাদেরের আশা

করোনা রোধে সরকারের সম্মিলিত উদ্যোগের সহযোগী হবে বিএনপি

প্রকাশিত: ১১:১৫, ২৬ মার্চ ২০২০

করোনা রোধে সরকারের সম্মিলিত উদ্যোগের সহযোগী হবে বিএনপি

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি প্রধান খালেদা জিয়ার সাজা ছয় মাসের জন্য স্থগিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিকতার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা বিএনপি ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখে করোনা মোকাবেলায় সরকারের সহযোগী হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কথা জানান। মঙ্গলবার করোনা নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ভিডিও বার্তা দিলেও বুধবার নিজ মন্ত্রণালয়ে সরাসরি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। তবে সংবাদ সম্মেলন জুড়ে খালেদা জিয়ার মুক্তি ও বিশ^ব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পরা করোনাভাইরাস নিয়ে কথা বলেন সড়কমন্ত্রী। তিনি বলেন, বেগম জিয়ার সাজা স্থগিতের উদ্যোগ নিয়ে প্রধানমন্ত্রী প্রজ্ঞা, অভিজ্ঞ ও দূরদর্শী নেতৃত্বের পরিচয় দিয়ে উদারনৈতিক মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। আশা করি বিএনপি এ বিষয়টি ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখে আমাদের সবার অভিন্ন শত্রু করোনা মোকাবেলায় সরকারের সর্বাত্মক ও সম্মিলিত উদ্যোগে সহযোগী হবে। বৈশ্বিক ও দেশের ভয়াবহ এ সঙ্কটকালে সব নেতিবাচক রাজনীতি পরিহার করে মানুষকে বাঁচানোর অভিন্ন পথ বেছে নিতে বিএনপির প্রতি আহ্বান জানান কাদের। বুধবার বিকেল পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচজনে। জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর পরিচালক অধ্যাপক ডাঃ মীরজাদী সেব্রিনা ফ্লোরা এই তথ্য জানান। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে আর কারও দেহে করোনাভাইরাস শনাক্ত হয়নি বলে জানান ওই কর্মকর্তা। ফলে দেশে করোনা আক্রান্তের সংখ্যা সরকারী হিসেবে এখন ৩৯ জন। ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টায় ৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৭৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় কারও দেহে করোনা শনাক্ত হয়নি। তিনি জানান, সর্বশেষ যিনি করোনায় মারা গেছেন তিনি বিদেশ থেকে আসা এক রোগীর পরিবারের সদস্য। তিনি করোনা আক্রান্ত বলে শনাক্ত হন গত ১৮ মার্চ। এর পর থেকে তিনি তার এলাকার একটি হাসপাতালে আইসোলেশনে ছিলেন। তাকে সেখান থেকে ঢাকায় আনা হয় গত ২১ মার্চ এবং কুয়েত মৈত্রী হাসপাতালে রাখা হয়। আজ সকালে তিনি মারা যান। তিনি একজন পুরুষ এবং বয়স ৬৫ বছর। তার ডায়াবেটিস ও হাইপারটেনশন ছিল। এদিকে চীন থেকে উৎপত্তি হওয়া এই ভাইরাসে বিশে^ মৃত্যুর সংখ্যা প্রায় ১৯ হাজার। এখন সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে ইতালি আর স্পেনে। খালেদা জিয়াকে আইনের কোন ধারায় সরকার মুক্তি দিয়েছে মন্ত্রীর কাছে এমন প্রশ্ন ছিল সাংবাদিকদের। জবাবে তিনি বলেন, ‘ফৌজদারি কার্যবিধির ধারা ৪০১ এর উপধারা-১ কোন ব্যক্তি কোন অপরাধের জন্য দ-িত হইলে সরকার যে কোন সময় বিনা শর্তে বা দ-িত যাহা মানিয়া নেয় সেইরূপ শর্তে যে দ-ে সে দ-িত হইয়াছে, সে দ-ের কার্যকরিকরণ স্থগিত রাখিতে বা সম্পূর্ণ দ- বা দ-ের অংশবিশেষ মওকুফ করিতে পারিবে।’ তিনি বলেন, বেগম খালেদা জিয়ার বয়স ও অসুস্থতার বিষয় বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী সিআরপিসি’র ৪০১ (১) ধারা বলে তার সাজা ছয় মাসের জন্য স্থগিত করেছেন। তিনি বলেন, সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী নিজেই খালেদা জিয়াকে মুক্তি দিয়েছেন। কাজে এ বিষয়ে তো গড়িমসির কোন কারণ নেই। এখন আনুষ্ঠানিকতার কিছু বিষয় আছে। ফর্মালিটিজ কমপ্লিট হলে তিনি মুক্তি পাবেন। ওবায়দুল কাদের দুপুরে নিজ মন্ত্রণালয়ে ব্রিফিং করেন। বিকেল সোয়া চারটার দিকে মুক্তি পান খালেদা জিয়া। তিনি বলেন, খালেদা জিয়ার পরিবার স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ে আবেদন জানানোর পর সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। ১০ থেকে ১১ দিন আগে তারা আবেদন করেন। ইচ্ছে করলে তারা আরও আগেই আবেদন করতে পারতেন। যে প্রক্রিয়ায় মুক্তি পেলেন সেটা কি আরও আগে সম্ভব ছিল না জানতে চাইলে তিনি বলেন, আরও আগে কি আবেদন সম্ভব ছিল না। তারাতো আরও আগেই আবেদন করতে পারতেন। এখন আমাদের অভিন্ন শত্রু হচ্ছে করোনা। এ করোনা মোকাবেলায় বিএনপিও সরকারের সম্মিলিত উদ্যোগের সহযোগী হবে এটাই আমরা আশা করি।
×