ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শ্রীপুরে স্পিনিং মিলে অগ্নিকাণ্ড

প্রকাশিত: ১১:১০, ২৬ মার্চ ২০২০

শ্রীপুরে স্পিনিং মিলে অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের শ্রীপুরে বুধবার বিকেলে এক স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের কর্মীরা প্রায় সাড়ে ৪ ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে কারখানার তুলা ও উৎপাদিত সুতাসহ মেশিনপত্র এবং বিভিন্ন মালামাল পুড়ে গেছে ও ক্ষতি হয়েছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মামুন অর রশিদ ও কারখানার ডেপুটি ম্যানেজার মোঃ আক্তারুজ্জামানসহ স্থানীয়রা জানান, শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার এলাকার জমজম স্পিনিং মিলের ব্লু-রুমের কাটিং সেকশনে বুধবার দুপুর সোয়া ২টার দিকে আগুনের সূত্রপাত হয়। এ সময় কারখানায় খাবারের বিরতি চলছিল। তুলা, সুতা ও সিলিংয়ের ডাস্টের কারণে আগুন মুহূর্তেই পুরো টিনশেডের ওই কারখানা ও গুদামে ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়।
×