ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নৌপথে যাত্রীদের স্রোত, মাদারীপুরে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ

প্রকাশিত: ১১:০৯, ২৬ মার্চ ২০২০

নৌপথে যাত্রীদের স্রোত, মাদারীপুরে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৫ মার্চ ॥ করোনাভাইরাস প্রতিরোধের জন্য বিআইডব্লিটিএ নৌপথে যাত্রী পরিবহন বন্ধ ঘোষণা করলেও মাদারীপুরের কাঁঠালবাড়ি নৌপথে দক্ষিণবঙ্গমুখী যাত্রীদের ¯্রােত নেমেছে। নিষেধাজ্ঞা থাকার পরও স্পিডবোটে যাত্রীদের পারাপার করা হচ্ছে। এমনকি যাত্রীদের চাপ বেড়ে যাওয়ায় কেউ কেউ ঝুঁকি নিয়ে ট্রলারে পাড় হচ্ছেন। যাত্রীদের চাপ বেশি থাকায় সকাল থেকে ফেরিতে পার হচ্ছেন ঘরেফেরা হাজার হাজার মানুষ। ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাদারীপুর শহর, সদর উপজেলা, শিবচর ও রাজৈর উপজেলার সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। একই সঙ্গে মাদারীপুরের আশপাশের জেলা ও উপজেলার বাস চলাচল বন্ধ রয়েছে। সংক্রমণ প্রতিরোধে রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপ্রণোদিত হয়ে ইউনিয়নকে ‘লক’ ঘোষণা করেছে। একই সঙ্গে তার ইউনিয়নের কোন লোককে বাইরে যেতে দিচ্ছে না এবং কাউকে ঢুকতেও দিচ্ছে না। প্রধান প্রধান প্রবেশ পথের মুখে ‘লক পাইকপাড়া’ লিখে পাকার্ড ও সাইনবোর্ড লাগিয়ে দিয়েছেন। রাজৈর উপজেলার উত্তর সীমান্তে অবস্থিত পাইকপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন বলেন, ‘প্রায় ১৬ বর্গকিলোমিটার আয়তনের এ ইউনিয়নে প্রায় ৩০ হাজার লোক বসবাস করে এবং প্রায় ৩০০ প্রবাসী রয়েছেন। এদের মধ্যে ১২ জন প্রবাসী সদ্য দেশে ফিরে হোম কোয়ারেন্টাইনে রয়েছে। আমার ইউনিয়নের জনগণকে সুরক্ষা দিতেই এ ব্যবস্থা গ্রহণ করেছি। তবে রাজৈর উপজেলা নির্বাহী অফিসার সোহানা নাসরিন বলেন, ‘বিষয়টি আমি শুনেছি।’
×