ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মিরপুরের উত্তর টোলারবাগে আতঙ্ক

প্রকাশিত: ১১:০৮, ২৬ মার্চ ২০২০

মিরপুরের উত্তর টোলারবাগে আতঙ্ক

স্টাফ রিপোর্টার ॥ করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রবীণ ব্যক্তির আবাসস্থল রাজধানীর মিরপুরের উত্তর টোলারবাগে জনমনে আতঙ্ক বিরাজ করছে। লকডাউন করা এলাকাটিতে বাসিন্দারা আশঙ্কা করছেন যে, করোনাভাইরাস এলাকায় ছড়িয়ে পড়েছে। তাই তারাও আক্রান্ত হতে পারেন। আবার লকডাউন অবস্থা মানছেন না অনেক বাসিন্দা। পুলিশি বাধা উপেক্ষা করেই নানা অজুহাতে বের হচ্ছেন। তবে এলাকার রাস্তাঘাট ও ভবন জীবাণুনাশক দিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে সিটি কর্পোরেশন। গত সোমবার সকাল থেকে উত্তর টোলারবাগ এলাকায় এভাবেই মাইকিং করে এলাকাবাসীকে করোনা সংক্রমণ থেকে বাঁচতে বাসা থেকে বের না হওয়ার আহ্বান জানান স্থানীয় প্রশাসন। শনিবার এ এলাকায় করোনায় একজন মারা যাওয়া ও পরে আরেকজনেরও করোনায় মারা যাওয়া সন্দেহে এ বাড়তি সচেতনতা। মাইকিংয়ের পর থেকেই সিটি কর্পোরেশনের দুটি গাড়ি এসে এদিন টোলারবাগ এলাকার মসজিদ, বেশ কয়েকটি ভবন ও আশপাশের রাস্তাঘাটে পরিষ্কার পরিচ্ছন্নতা চালায়। এসময় জীবাণুনাশক স্যাভলন ও ব্লিচিং মিশ্রিত পানি দিয়ে ঐ এলাকা জীবাণুমুক্ত করা হয়। পরিচ্ছন্নতা কর্মীরা বলছেন, শনিবার মারা যাওয়া ব্যক্তি ও পরের দিন আক্রান্ত হওয়া দুজনের মাধ্যমে যাতে সংক্রমণ না ছড়াতে পারে সেজন্য তারা সচেতন রয়েছেন। এখানে স্যাভলন, ব্লিচিং পানির সঙ্গে মিশিয়ে আক্রান্ত বাড়িরগুলোতে দেয়া হচ্ছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, জনমনে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। মৃত ব্যক্তিরা আক্রান্ত অবস্থাতেই বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোয় স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন যে, এই ভাইরাস ইতোমধ্যে আশপাশে ছড়িয়ে গেছে। তাই তারাও বিপদের মুখে আছেন। এমন অবস্থায় খুব প্রয়োজন জন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন না অধিকাংশ মানুষ। বাড়ির ভেতরে থাকা এক বাসিন্দা হাসান জনকণ্ঠকে বলছিলেন, করোনাভাইরাসের ভয়ে আমরা এমনিতেই কম বের হতাম কিন্তু এই মৃত্যুর কারণে পুরো এলাকাই মনে হচ্ছে যেন স্তব্ধ হয়ে গেছে। রাস্তাঘাটে তেমন লোকজন নেই। বাড়ির কাজের লোকদেরও আসতে মানা করা হয়েছে। আমাদের ধারণা ওই ব্যক্তিদের মাধ্যমে এই ভাইরাস হয়তো অনেকের মাঝেই ছড়িয়ে পড়েছে। এদিকে অধিকাংশ মানুষ ঘরে থাকলেও অনেকেই আবার কোন নির্দেশের তোয়াক্কা করছেন না। পুলিশি বাধা উপেক্ষা করেই নানা অজুহাতে এলাকা থেকে বের হচ্ছেন ও প্রবেশ করছেন লকডাউনে থাকা এ এলাকার অনেক বাসিন্দা। দারুস সালাম থানাধীন আনসার ক্যাম্প এলাকার টোলারবাগ ২ নম্বর গেটের সামনে গিয়ে দেখা যায়, গেট বন্ধ করে বাইরে থেকে রেইনকোট, মাস্ক ও হ্যান্ডপ্লাভস পরে পাহারা দিচ্ছে পুলিশের একটি দল। গেটের অন্যপাশে এলাকার বাড়ি মালিক সমিতি কর্তৃক নিয়োজিত এক নিরাপত্তাকর্মী ও সমিতির এক প্রতিনিধিও আছেন।
×