ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লকডাউন অমান্য করলে গুলি ॥ তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী

প্রকাশিত: ১০:০৮, ২৬ মার্চ ২০২০

লকডাউন অমান্য করলে গুলি ॥ তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী

লকডাউন অমান্য করলে দেখামাত্রই গুলি করতে হবে। এমনই হুঁশিয়রি দিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। ঘনিষ্ঠ মহলে মুখ্যমন্ত্রী জানিয়েছন এছাড়া আর কোনও পথ নেই। মারণ করোনার হাত থেকে বাঁচার জন্য এটাই একমাত্র উপায় বলে তিনি মনে করেন। তেলেঙ্গানার পার্শ্ববর্তী তামিলনাড়ুতে আক্রান্ত হয়ে একজন মারা গেছে। মাদুরাই হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। ওই ব্যক্তির সংস্পর্শে আসার ও কয়েকজনকে আইসোলেশনে রাখা হয়েছে। তামিলনাড়ুতে এই প্রথম করোনা আক্রান্ত হয়ে কোন ব্যক্তির মৃত্যু হলো। তাই আর কোন রকম ঝুঁকি নিতে চাইছে না দক্ষিণের রাজ্যগুলো। শেষ পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গিয়েছে। মঙ্গলবার রাতে দেশজুড়ে লোকজনের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশজুড়ে এই লকডাউন থাকবে ২১ দিনের জন্য। মঙ্গলবার রাতে জাতির উদ্দেশে দেয়া ভাষণে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী। -এনডিটিভি
×