ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনায় অবরুদ্ধ ভালবাসার শহর

প্রকাশিত: ১০:০৭, ২৬ মার্চ ২০২০

করোনায় অবরুদ্ধ ভালবাসার শহর

কোভিড-১৯ (করোনাভাইরাস) সংক্রমণ রোধে সবার আপ্রাণ চেষ্টাকে স্মরণ করে ইতালির পতাকার রঙে আলোয় উদ্ভাসিত হলো রোমের টাউন হল। কোভিড-১৯ সংক্রমণ রোধে সবার আপ্রাণ চেষ্টাকে স্মরণ করে ইতালির পতাকার রঙে আলোয় উদ্ভাসিত হলো রোমের টাউন হল। মহামারী রূপ নেয়া নোভেল করোনাভাইরাস চীনে ব্যাপকভাবে ছড়ানোর সময় বিশ্বজুড়ে আতঙ্ক তৈরি হলেও তখনও দেশটিতে একদিনে মৃত্যুর সংখ্যা দেড় শ’র বেশি হয়নি। সেদিক থেকে ইতালি চীনকে ছাড়িয়ে গেছে। প্রাণঘাতী এই ভাইরাস ছড়ানোর নতুন কেন্দ্রস্থল ইউরোপের দেশটিজুড়ে কঠোর বিধিনিষেধ আরোপের পরও আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় জনসমাগম নিষিদ্ধ করেছে সরকার। রোমান সম্রাট জুলিয়াস সিজারের শহর রোমে এখন ভরপুর বসন্ত। কিন্তু ভালবাসার শহর বলে খ্যাত রোমে চলছে না কোন ‘রোমান হলিডে’। অন্য শহরের মতো অবরূদ্ধ রাজধানী রোমও। চলতি মাসের গোড়ার দিকে এক সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দর আমি উড়োজাহাজ ছাড়ার অপেক্ষা করছিলাম। আমার গন্তব্য ছিল ইতালি; নোভেল করোনাভাইরাস নিয়ে প্রতিবেদন করতে হবে। রোমে এটাই আমার প্রথম যাত্রা। অথচ প্লেনে গুটিকয়েক যাত্রীর মাঝে বসে আমি কেমন যেন অস্থির, চিন্তিত আর ভয় পাচ্ছিলাম। মিশমিশে কালো চুলের একটি মেয়ে বসেছিল আমার কাছেই। -টাইম
×