ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

করোনা ভাইরাস প্রতিরোধে আপদকালীন চাল ও টাকা বরাদ্দ

প্রকাশিত: ০৪:১২, ২৫ মার্চ ২০২০

করোনা ভাইরাস প্রতিরোধে আপদকালীন চাল ও টাকা বরাদ্দ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ জেলার হতদরিদ্র, অসহায়, নিতান্ত গরীব মানুষের আপদকালীন সহায়তার জন্য ৫শ’ মে.টন চাল ও ১৩ লক্ষ নগদ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। চাল ও টাকা ইতোমধ্যে কক্সবাজার এসে পৌঁছেছে। করোনাভাইরাস প্রতিরোধে যে কোন সঙ্কটকালীন মুহুর্তে প্রয়োজন হলেই এগুলো বন্টন ও সরবরাহ করা হবে। জেলা প্রশাসক মো: কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, জমায়েত ব্যতিরখে, সরকারি নির্দেশনা মেনে হতদরিদ্র, অসহায়, ছিন্নমূল পরিবারকে কিভাবে চাল ও নগদ টাকা সরবরাহ করা যায়, তার একটা কৌশল শীঘ্রই নির্ধারণ করা হচ্ছে। তবে এ চাল ও নগদ টাকা করোনা ভাইরাস প্রতিরোধে আপদকালীন সময়ে একেবারে যারা অনাহারে ও দুর্ভোগে থাকার আশঙ্কা রয়েছে তাদের জন্যই বরাদ্দ করা হবে।
×