ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশকে ৩০ হাজার মাস্ক, ১৫ হাজার হেড কভার সহায়তা পাঠাল ভারত

প্রকাশিত: ০৩:৫৬, ২৫ মার্চ ২০২০

বাংলাদেশকে ৩০ হাজার মাস্ক, ১৫ হাজার হেড কভার সহায়তা পাঠাল ভারত

অনলাইন ডেস্ক ॥ করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় সহায়তার অংশ হিসেবে বাংলাদেশের জন্য ৩০ হাজার সার্জিক্যাল মাস্ক এবং ১৫ হাজার হেড কভার পাঠিয়েছে ভারত। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসব মেডিক্যাল ইক্যুপমেন্ট হস্তান্তর করা হয়। ঢাকার ভারতীয় হাইকমিশন জানায়, ১৫ মার্চ সার্ক নেতারা একটি ভিডিও সম্মেলন করেন। সেখানে ভারতের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ৩০ হাজার সার্জিক্যাল মাস্ক এবং ১৫ হাজার হেড কভার বাংলাদেশ সরকারের কাছে সহায়তা হিসেবে হস্তান্তর করেছে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের কাছে এসব মেডিক্যাল ইক্যুপমেন্ট হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ। করোনা ভাইরাস প্রতিরোধের প্রথম পদক্ষেপ হিসেবে বাংলাদেশকে এই সহায়তা দিল ভারত।
×