ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শরীয়তপুর, লক্ষ্মীপুর শহর ও বান্দরবানে তিন উপজেলা লকডাউন

প্রকাশিত: ১২:৫০, ২৫ মার্চ ২০২০

শরীয়তপুর, লক্ষ্মীপুর শহর ও বান্দরবানে তিন উপজেলা লকডাউন

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, লক্ষ্মীপুর ও বান্দরবান, ২৪ মার্চ ॥ ঘাতক ব্যাধি করোনাভাইরাসের বিস্তার রোধে মঙ্গলবার বেলা ১১টায় শরীয়তপুর শহর এবং একটি উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। পুলিশ প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা এসে নড়িয়া উপজেলাসহ শরীয়তপুর শহরের সকল ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন। এদিকে প্রশাসনের কড়া হুঁশিয়ারিতে নড়িয়া উপজেলার ইতালিপাড়াসহ বিদেশ ফেরত ৩৬৪ জন বাধ্যতামূলকভাবে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। লক্ষ্মীপুর ॥ মানুষকে করোনাভাইরাসের থাবা রক্ষার জন্য মঙ্গলবার রাত ৮টা থেকে আগামী ৪টা এপ্রিল পর্যন্ত শহরে সকল দোকান-পাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। একই সঙ্গে বুধবার ভোর ৬টা থেকে অভ্যন্তরীণ সিএনজিসহ অন্য যান চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। তবে কিছু কিছু হোটেল-রেস্তরাঁ, ওষুধের দোকান, বিশেষ জরুরী সেবাসমূহ এর আওতামুক্ত থাকবে। মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসনের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল জানান। বান্দরবান পার্বত্য জেলার তিন উপজেলাকে লকডাউন করেছে জেলা প্রশাসন। উপজেলাগুলো হলো জেলার লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলা। বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শামীম হোসেন বলেন, পার্শ্ববর্তী কক্সবাজারে করোনা রোগীর সন্ধান পাওয়ায় উক্ত তিন উপজেলা লকডাউন করা হয়েছে। বান্দরবান ॥ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বান্দরবানে সেনাবাহিনী সদস্যরা কাজ করছে। মঙ্গলবার দুপুর থেকে সেনা টহলের পাশাপাশি লিফলেট বিতরণ ও মাইকিং করে লোকজনকে সচেতন করছেন সেনা সদস্যরা। বিকেলে জেলা পরিষদের উদ্যোগে ৩০০ স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেয়া হয়েছে। তাদের মাঝে বিতরণ করা হয়েছে স্প্রে গ্লাভস, জ্যাকেটসহ অন্যান্য সরঞ্জাম।
×