ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মোদির কড়া নির্দেশ

প্রকাশিত: ১২:০৫, ২৫ মার্চ ২০২০

মোদির কড়া নির্দেশ

ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যগুলোকে নোটিস দিয়ে বলা হয়েছে, সরকারী নির্দেশের লঙ্ঘন চোখে পড়লে ১৮৮ ধারা অনুযায়ী, ২০০ টাকা জরিমানাসহ ১ মাসের জেল হতে পারে নিয়ম লঙ্ঘনকারীর। ভারতে গত কয়েকদিনের মধ্যেই লাফিয়ে বেড়েছে করোনাভাইরাস সংক্রমণ। সরকারী তথ্য দিয়ে এনডিটিভি জানিয়েছে, ৪০০ জনেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে এ প্রাণঘাতী ভাইরাসে। অনেকেই বলছেন, মানুষ সচেতন না হলে এ সংক্রমণ আরও ছড়াবে। আর তার জন্য অন্য কারও জীবন ও নিরাপত্তা বিঘ্নিত হলে, সেক্ষেত্রে জেল হতে পারে ছয় মাস পর্যন্ত। হতে পারে ১০০০ টাকা জরিমানাও। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী, আগামী ৩১ মার্চ পর্যন্ত মহারাষ্ট্র, কেরালা, দিল্লী, গুজরাট, উত্তর প্রদেশ, হরিয়ানা, কর্নাটক, তেলেঙ্গানা, রাজস্থান, অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ু, পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর, লাদাখ, পশ্চিমবঙ্গ, চ ীগড়, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, মধ্য প্রদেশ, ওড়িস্যা, পুদুচেরি এবং উত্তরাখে চলবে না কোন ট্রেন, চলবে না মেট্রোও। পাশাপাশি বন্ধ থাকবে আন্তঃরাজ্য বাস পরিসেবাও। সূত্র : ইন্টারনেট
×