ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হোম কোয়ারেন্টাইন ব্যক্তির সংখ্যা প্রতিদিন বাড়ছে

প্রকাশিত: ১১:২৭, ২৫ মার্চ ২০২০

হোম কোয়ারেন্টাইন ব্যক্তির সংখ্যা প্রতিদিন বাড়ছে

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে দিনাজপুর ও ভোলায় দুজনকে আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজন শিশু এবং একজন যুবক। এছাড়া চাঁদপুরে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছেন দুজন আর সাতক্ষীরায় একজন। আর বাগেরহাটের দুজন আইসোলেশন থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এদিকে বিভিন্ন জেলায় প্রতিদিন হোম কোয়ারেন্টাইন ব্যক্তির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হওয়ায় অনেকে বাড়ি ফিরে গেছেন। সাতক্ষীরায় আরও ১৯৭, নারায়ণগঞ্জে নতুন ৩৮ জনসহ ১৮৬, মানিকগঞ্জে ৫১৪, শেরপুরে ৯৮, রাজশাহীতে ৩৬৬, নওগাঁয় ২৯৯, কিশোরগঞ্জে নতুন ৬৪ জনসহ ৩৯৪, টাঙ্গাইলে নতুন ১৫২ জনসহ ৭২০, নীলফামারীতে নতুন ১৮ জনসহ ২০৩, বগুড়ায় ১৮ জনসহ ৪৯৯, কুড়িগ্রামে নতুন ২৩ জনসহ ১৭৬, সিরাজগঞ্জে আরও ৭৮ জনসহ ৪২১, গাইবান্ধায় ২২৬, সিলেট বিভাগে আরও ৩২৮ জনসহ ২ হাজার ১৭৬, ব্রাহ্মণবাড়িয়ায় ১ হাজার ৪৬০, বরিশাল বিভাগে আরও ২৩৮ জনসহ ২ হাজার ২৩৪, হাতিয়ায় নতুন ৯৮ জনসহ ১৫১, ঝালকাঠিতে ১২৪. মাগুরায় ২৫৯, বাগেরহাটে ১ হাজার ১৪৫, চাঁদপুরে ৮১৯, ফেনীতে তিন হাজার ৯৫০, ভোলায় আরও ৫০ জনসহ ৩২২ ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এদিকে হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষে অনেককে ছাড়পত্র দেয়া হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ৬৭, নওগাঁর ২৯৯, কিশোরগঞ্জে ২৫৭, টাঙ্গাইলে ২২২, নীলফামারীতে ৬০, বগুড়ায় ৫৪, ব্রাহ্মণবাড়িয়ায় ২২১, বরিশালে ৫৩০, ঝালকাঠির ৪৭, বাগেরহাটের ৪৪৫, ফেনীর ৭৫ ও ভোলার ৬০ জন রয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। সাতক্ষীরা ॥ জেলায় বিদেশফেরত নতুন ১৯৭ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এনিয়ে গত আট দিনে বিদেশফেরত সাতক্ষীরার ১১৬০ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এছাড়া সাতক্ষীরা সদর হাসপাতাল আইসোলেশনে রয়েছেন একজন। নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জে নতুন করে ৩৮ জন হোম কোয়ারেন্টাইনে এসেছেন। এ নিয়ে জেলায় হোম কোয়ারেন্টাইনের সংখ্যা দাঁড়ালো ১৮৬ জন। এরই মধ্যে হোম কোয়ারেন্টাইনে শেষ করেছেন ১৪ জন। মার্চে নারায়ণগঞ্জে বিদেশ থেকে লোক এসেছে প্রায় ছয় হাজার। সে তুলনায় হোম কোয়ারেন্টাইনের সংখ্যা খুবই কম। রাজশাহী ॥ গত তিন সপ্তাহে রাজশাহী এসেছেন এক হাজার ৩৪৪ প্রবাসী। এসব প্রবাসীর মধ্যে হোম কোয়ারেন্টিনে রয়েছেন মাত্র ৩৬৬ জন। হদিস নেই ৯৭৮ বিদেশফেরত প্রবাসীর। এর মধ্যে গত ২৪ ঘন্টায় ১৩৫ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়। নওগাঁ ॥ জেলায় নতুন কাউকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো না হলেও এ সময়ে ১৪ দিনের মেয়াদ শেষ হওয়ায় ১৩৮ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত করা হয়েছে। সিভিল সার্জন ডাঃ এএম আখতারুজ্জামান জানান, শুরু থেকে এ পর্যন্ত নওগাঁয় এক হাজার ২৭৪ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল। কিশোরগঞ্জ ॥ করোনাভাইরাস প্রতিরোধে জেলায় নতুন করে ৬৪ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত এই ৬৪ জনকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়। ৪১ জন তাদের কোয়ারেন্টাইন সমাপ্ত করেছেন। এ নিয়ে জেলায় মোট কোয়ারেন্টাইনের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫১ জনে। টাঙ্গাইল ॥ বিভিন্ন উপজেলায় নতুন করে বিদেশফেরত ১৫২ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এ নিয়ে মঙ্গলবার দুপুর পর্যন্ত মোট হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষের সংখ্যা দাড়াঁলো ৭২০ জনে। এছাড়া নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ায় ২২২ জন হোম কোয়ারেন্টাইন থেকে বের হয়েছে। দিনাজপুর ॥ বিরামপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের আইসোলেশনে থাকা ৯ বছরের শিশুটির শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব নিশ্চিত হওয়ার জন্য তার রক্ত মঙ্গলবার সকালে ঢাকা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। নীলফামারী ॥ নীলফামারীতে নতুন করে বিদেশফেরত হোম কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন ১৮ জন। এ নিয়ে জেলায় হোম কোয়ারেন্টাইনের সংখ্যা ২০৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে ৬০ জনের। তারা সকলে সুস্থ আছেন। বগুড়া ॥ বগুড়ায় বিদেশ ফেরত নতুন ১৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আগের কোয়ারেন্টাইনে থাকা ৫৪ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বগুড়ায় মঙ্গলবার বিকাল পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে আছেন ৪৯৯ জন। কুড়িগ্রাম ॥ এখনও কেউ করোনা ভাইরাসে আক্রান্ত না হলেও কুড়িগ্রামে এ পর্যন্ত নতুন ২৩ জনসহ ১৭৬ জন বিদেশ থেকে আগত বাংলাদেশীকে করোনাভাইরাস সংক্রমণ রোধে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সিরাজগঞ্জ ॥ প্রবাসফেরত আরও ৭৮ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনের সংখ্যা দাঁড়ালো ৪২১ জন। প্রবাস থেকে ফেরা ব্যক্তিদের বাধ্যতামূলক ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। গাইবান্ধা ॥ মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে বিদেশ ফেরত ২২৬ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে ২০২ জনই বিদেশী। সিলেট ॥ সিলেট বিভাগে নতুন করে হোম কোয়ারেন্টাইনে অবস্থান নিয়েছেন ৩২৮ জন। এ নিয়ে হোম কোয়ারেন্টাইনের মোট সংখ্যা ২১৭৬ জন। সিলেট জেলায় কোয়ারেন্টাইনে আছেন ৮১৩, সুনামগঞ্জে ৩৪৫, হবিগঞ্জে ৫৬০ ও মৌলভীবাজারে ৪৫৮ জন। ব্রাহ্মণবাড়িয়া ॥ জেলায় নতুন করে আরও ৬৪২ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত মোট ১৬৮১ জনকে হোম কোয়ারেন্টাইনে আওতায় আনা হয়। বরিশাল ॥ করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে বরিশাল বিভাগে ২ হাজার ২৩৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন ২৩৮ জনকে হোম কোয়ারেন্টাইনে আনা হয়েছে। হাতিয়া ॥ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিদেশফেরতদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করে, জরিমানা করে, জনপ্রতিনিধিদের ওপর দায়িত্ব দিয়েও মানানো যাচ্ছে না শতভাগ হোম কোয়ারেন্টাইনের নিয়ম। সবাই প্রশাসনের ভয়ে বাড়িতে অবস্থান করছেন। ভোলা ॥ ভোলায় প্রথম এক যুবককে করোনা সন্দেহে আইসোলেশনে ভর্তি করা হয়েছে। সিভিল সার্জন ডাঃ রতন কুমার ঢালী জানান মঙ্গলবার সকালে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়েছে। তবে ওই যুবক দৌলতখানের স্থানীয়। মাগুরা ॥ মঙ্গলবার পর্যন্ত মাগুরায় প্রবাসী ফেরত ২৫৯ জনকে হোম কোয়ারেন্টাইনে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদের প্রত্যেকের ১৪ দিন বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা রয়েছে। এদের শরীরে কোন জ্বর বা সর্দি কাশি দেখা যায়নি। চাঁদপুর ॥ জেলার ৮ উপজেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৮১৯ জন। আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছে দুজন। দু’জনেই আছেন মতলব উত্তর উপজেলায়। বাগেরহাট ॥ বাগেরহাটে ৩৮ দেশ থেকে ফেরত ৪ হাজার দুশ প্রবাসী অবস্থান করছেন। এর মধ্যে ১ হাজার ১৪৪ প্রবাসী হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। হোম কোয়ারেন্টাইন পূর্ণ হওয়ায় ৪৪৫ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ঝালকাঠি ॥ জেলায় বিদেশ থেকে আসা ১৭১ জন হোম কোয়ারেন্টাইনে ছিলেন। এর মধ্যে ৪৭ জন ১৪ দিন পার করে ছাড়পত্র নিয়ে চলে গেছেন। ফেনী ॥ করোনাভাইরাস ঠেকাতে প্রবাসী ও তার সংস্পর্শে আসা স্বজনদের ১৪ দিন হোম কোযারেন্টাইনে থাকার নির্দেশ থাকলেও তা যথাযথভাবে পালন হচ্ছে না। বেনাপোলে আটকা ১৫০ কাশ্মীরী শিক্ষার্থী ॥ স্টাফ রিপোর্টার, বেনাপোল থেকে জানান, ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ অনুমতি না দেওয়ায় বাংলাদেশে অধ্যয়নরত দেড়শ’ কাশ্মীরী শিক্ষার্থী আটকে আছেন বেনাপোল চেকপোস্টে। গতকাল সকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশের সময় বাধা দেয় সেদেশের ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত তাদের বিষয়ে কোন সিদ্ধান্ত দেয়নি ভারত কর্তৃপক্ষ। বুড়িমারীতে ৮ ভারতীয় আটকা ॥ নিজস্ব সংবাদদাতা জানান, গতকাল লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইমিগ্রেশনের রুটে ৮ ভারতীয় নাগরিক আটকা পড়েছেন। ভারত সীমানত লক করে দেয়ায় তারা ফিরতে পারেনি। এই ৮ জনের মধ্যে ৫ জন রংপুর প্রাইম মেডিক্যাল কলেজের ছাত্রী ও একটি পর্যটন দম্পতির স্বামী, স্ত্রী ও শিশু রয়েছে।
×