ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হ্যান্ড স্যানিটাইজার বিতরণ মেননের

প্রকাশিত: ০৯:৪৯, ২৫ মার্চ ২০২০

হ্যান্ড স্যানিটাইজার বিতরণ মেননের

স্টাফ রিপোর্টার ॥ ওয়ার্কার্স পার্টির সভাপতি, সাবেক মন্ত্রী ও ঢাকা-৮ নির্বাচনী এলাকার সংসদ সদস্য রাশেদ খান মেননের উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় হ্যান্ড স্যানিটাজার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ঢাকা দক্ষিণের ১৩নং ওয়ার্ডের শান্তিনগর বাজার ও বিভিন্ন এলাকায় তিনি এগুলো বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর সভাপতি আবুল হোসাইন, কিশোর রায়, কাজী আনোরুল ইসলাম টিপু এবং আওয়ামী লীগের পল্টন থানার সভাপতি ও ১৩ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর এনামুল হক আবুলসহ অন্যান্য নেতা। বাংলাদেশ যুবমৈত্রী ও বাংলাদেশ ছাত্রমৈত্রীর কর্মীরা এই হ্যান্ড স্যানিটাজার তৈরি করেছেন। খেলাঘরের হ্যান্ড স্যানিটাইজার বিতরণ স্টাফ রিপোর্টার ॥ ‘মানুষ মানুষের জন্য’ এই স্লোগান নিয়ে প্রাণঘাতী ভাইরাস করোনার সংক্রমণ প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন শুরু করেছে জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। মঙ্গলবার সংগঠনের সিদ্ধেশ^রী কেন্দ্রীয় প্রশিক্ষণ কার্যালয়ের আনুষ্ঠানিকভাবে স্যানিটাইজার উৎপাদনে খেলাঘর সংগঠক ও ভাইবোনরা যোগ দেন। সংগঠকরা জানিয়েছেন, উৎপাদিত সেনিটাইজার ঢাকাসহ বিভিন্ন জেলায় সুবিধাবঞ্চিত মানুষ ও শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে নিয়মিতভাবে বিতরণ করা হবে। পাশাপাশি দেশের বিভিন্ন আঞ্চলিক, মহানগর, জেলা ও শাখা আসরগুলোকে সাধারণ মানুষের মধ্যে করোনা প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজারসহ প্রয়োজনীয় উপকরণ বিনামূল্যে বিতরণের জন্য কেন্দ্র থেকে নির্দেশ দেয়া হয়েছে।
×