ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নিষিদ্ধ সংগঠনের জঙ্গী উসমান গণি গ্রেফতার

প্রকাশিত: ০৯:৪৯, ২৫ মার্চ ২০২০

নিষিদ্ধ সংগঠনের জঙ্গী উসমান গণি গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ নিষিদ্ধ জঙ্গী সংগঠন আনসার আল-ইসলামের শীর্ষ নেতা নাজমুল হাসান ওরফে উসমান গণিকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) একটি টিম। সিটিটিসি সূত্র জানায়, ২০১৮ সালে জঙ্গীবাদবিরোধী চলচ্চিত্র নির্মাণ করায় চলচ্চিত্র নির্মাতা খিজির হায়াত খানকে হত্যাচেষ্টা ও পরিকল্পনায় সমন্বয়ক ছিলেন গ্রেফতারকৃত নাজমুল হাসান। সোমবার গভীররাতে পল্টনের রাজধানী হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি স্মার্টফোন উদ্ধার করা হয়। সিটিটিসি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত নাজমুল হাসান ওরফে উসমান গনি আনসার আল-ইসলামের একজন শীর্ষস্থানীয় নেতা। তিনি টেলিগ্রাম, অন্যান্য অনলাইন চ্যাট গ্রুপ ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে কথিত জিহাদের উদ্দেশে এবং সংগঠনের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে অন্য সহযোগীদের দ্বারা অর্থ সংগ্রহ করতেন। নাজমুল ওরফে উসমান গনি ২০১৮ সালে জঙ্গীবাদবিরোধী চলচ্চিত্র নির্মাণ করায় চলচ্চিত্র নির্মাতা খিজির হায়াত খানকে হত্যা প্রচেষ্টা ও পরিকল্পনায় সমন্বয় করেন।
×