ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শনিবার থেকে টিভিতে শ্রেণী শিক্ষা প্রচারের নির্দেশ শিক্ষামন্ত্রীর

প্রকাশিত: ০৯:৪৭, ২৫ মার্চ ২০২০

শনিবার থেকে টিভিতে শ্রেণী শিক্ষা প্রচারের নির্দেশ শিক্ষামন্ত্রীর

স্টাফ রিপোর্টার ॥ আগামী শনিবার থেকে টেলিভিশনের মাধ্যমে মাধ্যমিকের শ্রেণী শিক্ষাদান কার্যক্রম প্রচারের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। তবে এ উদ্যোগ বাস্তবায়নের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) বলছে, শনিবার থেকেই কার্যক্রম শুরু করা যাবে কিনা তা এখনও নিশ্চিত নয়। ওইদিন থেকে সংসদ টেলিভিশনে প্রচারের জন্য প্রস্তুতি চলছে। এর আগে করোনাভাইরাসের কারণে স্কুল বন্ধ থাকায় মঙ্গলবার থেকেই পরীক্ষামূলকভাবে ব্যতিক্রমী এ কার্যক্রম শুরুর কথা জানিয়েছিল অধিদফতর। কিন্তু প্রস্তুতির অভাবে প্রচার করা সম্ভব হয়নি। এমন অবস্থায় মঙ্গলবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় আগামী শনিবার থেকে সংসদ টেলিভিশনে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বিষয়ভিত্তিক শিক্ষাদান শুরু করার নির্দেশ দেয়া হয়েছে। মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত বাস্তবায়ন করবে এটুআই এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। সহযোগিতা করবে ব্যানবেইসসহ অন্যান্যরা। রাতে মাউশি অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক গোলাম ফারুক জনকণ্ঠকে বলেন, তারা চেষ্টা করছেন শনিবার থেকে কার্যক্রম শুরু করতে। তবে এখনও নিশ্চিত নয় শনিবার থেকে শুরু করা যাবে কিনা। নিশ্চিত হলে প্রচারের সময় জানিয়ে দেয়া হবে। তিনি আরও বলেন, ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের জন্য হবে। আমরা প্রত্যেকটা ক্লাসে অন্তত ৬-৭টা লেসন দিব। অর্থাৎ স্কুলে যেমনভাবে ওদের ক্লাস হতো সেইভাবেই সমসংখ্যক ক্লাস তারা টেলিভিশনের মাধ্যমে দেখতে পাবে। করোনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থায় যেন কোন ছেদ না পরে তার জন্যই উদ্যোগ। যতদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ততদিনই টেলিভিশনের মাধ্যমে পাঠদান কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন মাউশি’র পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী। দীর্ঘসময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে বাসায় অবস্থান করেই ছাত্রছাত্রীরা যাতে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারে সে বিষয়টি বিবেচনায় নিয়েই সংসদ টেলিভিশনে রেকর্ড করা শিক্ষা কার্যক্রম সম্প্রচারের উদ্যোগ নেয়া হয়েছে। প্রতিদিন ৭টি করে প্রতি সপ্তাহে ৩৫টি ক্লাস প্রচার করা হবে। শিক্ষার্থীরা বাসায় বসেই টেলিভিশনে নিজ নিজ বিষয়ের ওপর অভিজ্ঞ শিক্ষকদের দেয়া শিক্ষা গ্রহণ করতে পারবে। অধ্যাপক শাহেদুল খবির আরও বলেন, আমরা চেষ্টা করছি শিক্ষার্থীরা তার নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যেভাবে ক্লাস করে থাকে তার আদলে রেকর্ডিং ক্লাস তৈরি করার চেষ্টা করা হয়েছে। এতে প্রতিদিন শিক্ষার্থীদের হোমওয়ার্ক (বাসার কাজ) দেয়া হবে। পরদিনের ক্লাসে আবার তা মূল্যায়ন করা হবে। দ্রুত পরীক্ষামূলক সম্প্রচার শেষে নিয়মিত প্রচার শুরু করা হবে। এদিকে শিক্ষকদের শ্রেণী পাঠের ক্লাস কার্যক্রম ভিডিও করে টেলিভিশনে প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। একইসঙ্গে প্রতিষ্ঠানটিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অধিদফতরের মহাপরিচালক মোঃ ফসিউল্লাহ বলেছেন, ইতোমধ্যে দেশের সকল সরকারী প্রাথমিক বিদ্যালয় আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করে দেয়া হয়েছে। এ সময়ে ভালমানের শিক্ষকদের শ্রেণী পাঠের ক্লাস কার্যক্রম ভিডিও করে টেলিভিশনে প্রচার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে প্রাথমিকের পাঠদান অন্যান্য স্তরের মতো না হওয়ায় এ বিষয়ে করণীয় ঠিক করতে আমরা বৈঠক ডেকেছি। অনলাইনে ভিডিও গ্রুপ কলের মাধ্যমে এ সভা ডাকা হয়েছে। সেখানে কিভাবে প্রাথমিক স্তরের বাচ্চাদের টেলিভিশনের মাধ্যমে ক্লাস নেয়া যায় সে বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নেয়া হবে।
×