ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এক বছরের জন্য ঋণের সুদ মওকুফ চায় ঢাকা চেম্বার

প্রকাশিত: ০৯:৩১, ২৫ মার্চ ২০২০

এক বছরের জন্য ঋণের সুদ মওকুফ চায় ঢাকা চেম্বার

অর্থনৈতিক রিপোর্টার ॥ করোনাভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত রফতানিমুখী উৎপাদন খাতকে আগামী এক বছরের জন্য ঋণের সুদ মওকুফ করতে বাংলাদেশ ব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স। এছাড়া শিল্প-কারখানার মালিকরা যেন যথাসময়ে শ্রমিকদের বেতন-ভাতা দিতে পারেন, সেজন্য বৈদেশিক মুদ্রার রিজার্ভকে কাজে লাগিয়ে এক শতাংশ সুদে ক্ষতিগ্রস্ত শিল্প কারখানাগুলোর জন্য একটি বিশেষ তহবিল গঠনেরও পরামর্শ দিয়েছে সংগঠনটি। ঋণ পরিশোধে বড় ছাড় আর্থিক প্রতিষ্ঠানে অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্যাংকের পর এবার নন ব্যাংক তথা আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণগ্রহিতাদের জন্য বিশেষ সুবিধার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, আগামী ৩০ জুন পর্যন্ত কোনও ঋণগ্রহিতা ঋণ শোধ না করলেও ঋণের শ্রেণীমানে কোনও পরিবর্তন আনা যাবে না। মঙ্গলবার দেশের সব আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
×