ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

২৯ মার্চ থেকে ২ এপ্রিল শেয়ারা বাজার বন্ধ

প্রকাশিত: ০৯:২৮, ২৫ মার্চ ২০২০

২৯ মার্চ থেকে ২ এপ্রিল শেয়ারা বাজার বন্ধ

আগামী ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। ডিএসই জানিয়েছে, দেশে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলার অংশ হিসেবে সরকার ২৯ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতি রেখে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ডিএসইর ট্রেডিং, সেটেলমেন্ট কার্যক্রমসহ সব দাফতরিক কাজ বন্ধ থাকবে। -অর্থনৈতিক রিপোর্টার ডিবিএইচের এজিএম স্থগিত পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডেল্টা ব্র্যাক হাউজিং (ডিবিএইচ) লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানির এজিএম আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে এজিএম স্থগিত করা হয়েছে। এজিএমের নতুন তারিখ, সময় ও ভেন্যু পরবর্তী নোটিসের মাধ্যমে জানানো হবে। -অর্থনৈতিক রিপোর্টার
×