ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শান্ত-মারিয়ামে মুজিববর্ষ উদযাপন শুরু

প্রকাশিত: ০৮:৪৮, ২৫ মার্চ ২০২০

শান্ত-মারিয়ামে মুজিববর্ষ উদযাপন শুরু

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে ‘খোকা থেকে জাতির পিতা’ শিরোনামে শান্ত-মারিয়াম পরিবারের শত শিল্পীর শত ক্যানভাসে চিত্রপ্রদর্শনী এবং ক্রিয়েটিভ দ্য আর্ট গ্যালারি’র উদ্বোধনের মধ্যে দিয়ে মুজিববর্ষ উদযাপন শুরু করেছে শান্ত-মারিয়াম ফাউন্ডেশন। শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় বছরব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো মুজিব শতবর্ষের অনুষ্ঠান। রাজধানীর উত্তরায় শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোঃ ইমামুল কবীর শান্তের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর এ অনুষ্ঠান। ১৭ মার্চ বিকেলে শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ভবনে কেক কাটা ও প্লেক উন্মোচনের মধ্য দিয়ে শুরু হয় জনকের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। এই পর্বে জাতির জনকের জীবনীর ওপর বিশদ আলোচনা অনুষ্ঠান, মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে জনকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। চিত্রকর্মে বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টসের শিক্ষার্থীবৃন্দদের পাশাপাশি শান্ত-মারিয়াম একাডেমির শিশুশিল্পীরাও অংশগ্রহণ করে। Ñবিজ্ঞপ্তি তিন ব্যবসায়ীর জরিমানা স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রির দায়ে ডোমার উপজেলায় তিন মাংস ব্যবসায়ীর জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে ডোমার বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রির দায়ে মাংস ব্যবসায়ী বুলবুল ইসলাম, সবদের ও বাবু রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রত্যেককে দুই হাজার টাকা করে ৬ হাজার টাকার জরিমানা করা হয়। মাস্ক বিতরণ স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ মঙ্গলবার বিকেলে জেলা মৎস্যজীবী লীগের উদ্যোগে পথচারীদের মাঝে মাস্ক ও লিফলেট বিতরন করা হয়েছে। বিকেল ৫টার দিকে শহরের হাসপাতাল মোড়, সিটি সেন্টার, আধুনিক পৌর মার্কেট, ফকিরাপুরল, টিএ রোড, কোর্ট রোড, সমবায় মার্কেটসহ বিভিন্ন স্থানে পথচারীদের মধ্যে ৩ হাজার মাস্ক ও ৫ হাজার লিটলেট বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলে জেলা মৎস্যজীবী লীগের সভাপতি শেখ মোঃ আরাফাত, সহ সভাপতি কাজী এনামুল হক আনার, সাধারন সম্পাদক হাজী মোঃ শাকিল, যুগ্ম সাধারন সম্পাদক জহিরুল ইসলাম রিপন, আখাউড়া উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ মুকুল চৌধুরী প্রমুখ।
×