ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভাসানচরে যেতে ইচ্ছুকদের আবেদন আহ্বান

প্রকাশিত: ০৮:৪৬, ২৫ মার্চ ২০২০

ভাসানচরে যেতে ইচ্ছুকদের আবেদন আহ্বান

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ রোহিঙ্গাদের জন্য সরকারীভাবে প্রস্তুত করা ভাসানচরের বাড়িগুলোতে কোন অসহায়, গরিব, দুস্থ ও গৃহহীন পরিবার যেতে চাইলে জেলা প্রশাসকের কাছে আবেদন করার জন্য বলা হয়েছে। কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রোহিঙ্গাদের জন্য তৈরি করা ভাসানচরের এ ঘরগুলো এখন শূন্য পড়ে আছে। সেখানে আর রোহিঙ্গাদের স্থানান্তর করা হচ্ছে না। এ অবস্থায় সরকার সিদ্ধান্ত নিয়ে করোনা ভাইরাসজনিত এ সঙ্কটে গরিব, গৃহহীন ও দুস্থ পরিবারকে সেখানে পুনর্বাসন করবে। তাই ভাসানচরে যেতে আগ্রহ প্রকাশ করে জেলা প্রশাসকের কাছে আবেদন করলে সে আবেদন যাচাই-বাছাই করে আবেদনকারী পরিবারকে সেখানে ঘর বরাদ্দ দেয়াসহ পুনর্বাসন সহায়তা দেয়া হবে। জেলা প্রশাসক বলেন, যেহেতু সারাদেশ থেকে আবেদন করার সুযোগ রয়েছে, তাই কক্সবাজার জেলার আগ্রহী নাগরিকদের ভাসানচরে যেতে দ্রুত আবেদন করতে হবে। না হয় ঘর বরাদ্দ শেষ হয়ে গেলে আগ্রহীদের আবেদন বিবেচনা করার সুযোগ থাকবে না।
×