ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ঘরে যান, সেখানে থাকুন

প্রকাশিত: ০৮:৩৯, ২৫ মার্চ ২০২০

ঘরে যান, সেখানে থাকুন

কানাডার সবচেয়ে জনবহুল দুই প্রদেশ অন্টেরিও ও কুইবেকে নিত্যপ্রয়োজনীয় ছাড়া সব ধরনের বাণিজ্য দুই সপ্তাহের জন্য বন্ধ রাখা হয়েছে। সোমবার মধ্যরাত থেকে কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত বলবত হয়েছে। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবার বলেন, ‘এক সঙ্গে জড়ো হয়ে সাধারণ মানুষের রোদ পোহানোর দৃশ্যটি অত্যন্ত উদ্বেগজনক। ঢের হয়েছে। ঘরে যান এবং সেখানে অবস্থান করুন।’ ট্রুডো নিজেও এখন ঘরে অবস্থান করছেন। -এপি জনগণ এগিয়ে আসেনি যুক্তরাষ্ট্রের ফেডারেল স্বাস্থ্য কর্মকর্তারা মনে করেন, করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষার জন্য জনগণ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেনি। শীর্ষ স্বাস্থ্য সংস্থা যে পরিসংখ্যান দিয়েছে তা থেকে এটি জানা গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি মাসে আরও আগের দিকে দেশবাসীকে নিশ্চিত করেন যে কোভিড-১৯ (করোনা) পরীক্ষণের ক্ষেত্রে সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এ্যান্ড প্রিভেনশনই সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। -সিএনএন
×