ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চরফ্যাশনে গণপরিবহন ও হাট বাজার বন্ধ

প্রকাশিত: ০৬:৩২, ২৪ মার্চ ২০২০

চরফ্যাশনে গণপরিবহন ও হাট বাজার বন্ধ

নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন ॥ করোনাভাইরাস সংক্রমণ রোধে জেলা ম্যাজিষ্ট্রেটের আদেশে চরফ্যাশন উপজেলা প্রশাসন মঙ্গলবার দুপুর ১২ টা থেকে যাত্রীবাহি লঞ্চসহ সকল গণপরিবহন বন্ধ করে দিয়েছেন। সাপ্তাহিক হাট বাজার বন্ধসহ সন্ধার পর থেকে সকাল পর্যন্ত সকল দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। নির্দেশ অমান্য কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তবে এসময়ে ট্রাক, কাভার্ডভ্যান, ওষুধ, জরুরি সেবা, জ্বালানি, পচনশীল পণ্য পরিবহন নিষেধাজ্ঞার বাইরে থাকবে। পণ্যবাহী যানবাহনে কোনো যাত্রী পরিবহন করা যাবে না। উপজেলা প্রশাসন করোনা ভাইরাস প্রতিরোধে সার্বিক যোগাযোগ করার জন্যে কন্ট্রোলরুম খালা হয়েছে। ২৪ ঘন্টা রুম খালা থাকবে। কন্টোল কক্ষের নাম্বার : ০১৭১২৩৭২৪১৮, ০১৭১৬২৯২৫০৮, ০১৭১৭৪৪৪৪৮৯ । এদিকে চরফ্যাশনের কৃষি ব্যাংক মঙ্গলবার দুপুর ১২ টার পর থেকে ব্যাংক কার্যক্রম বন্ধ রেখেছেন।
×