ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দিনাজপুরে করোনা সন্দেহে আইসোলেশনে শিশু ভর্তি

প্রকাশিত: ০২:৫৫, ২৪ মার্চ ২০২০

দিনাজপুরে করোনা সন্দেহে আইসোলেশনে শিশু ভর্তি

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের আইসোলেশনে থাকা নয় বছরের শিশুটির শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব নিশ্চিত হওয়ার জন্য তার রক্ত মঙ্গলবার সকালে ঢাকা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পাঠানো হয়। শিশুটি জ্বর, শ্বাস কষ্ট, সর্দিসহ করোনাভাইরাসের সব ধরনের লক্ষণ নিয়ে সোমবার দুপুরে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়। বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন জানান, শিশুটির বাড়ি হাকিমপুর ভারত সীমান্তবর্তী গ্রামে। গত সাত দিন ধরে ওই শিশুটি জ্বর, শ্বাস কষ্ট, সর্দিতে আক্রান্ত হয়। শিশুটির নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। দিনাজপুর সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ জানান, ওই শিশুটি দিনাজপুরে আইসোলেশনে ভর্তি হওয়া প্রথম রোগী।
×