ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনা ভাইরাস ॥ ‘বীর’ পাকিস্তানি চিকিৎসকের মৃত্যু

প্রকাশিত: ০০:৩০, ২৪ মার্চ ২০২০

করোনা ভাইরাস ॥ ‘বীর’ পাকিস্তানি চিকিৎসকের মৃত্যু

অনলাইন ডেস্ক ॥ পাকিস্তানের স্বায়ত্তশাসিত অঞ্চল গিলগিট-বালতিস্তানে (জিবি) নভেল করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দেওয়া এক তরুণ চিকিৎসকের মৃত্যু হয়েছে। রবিবার রাতে চিকিৎসক উসামা রিয়াজের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন জিবি সরকারের মুখপাত্র ফাইজুল্লাহ ফারাক, নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনের বরাতে জানিয়েছে দ্য ট্রিবিউন। তবে রিয়াজের মৃত্যু করোনা ভাইরাসের সংক্রমণে না অন্য কোনো কারণে হয়েছে তা নির্দিষ্ট করে জানাননি ওই মুখপাত্র। পাকিস্তানের ইরান সীমান্তবর্তী প্রদেশ বেলুচিস্তানের তাফতান এলাকা থেকে জিবিতে যাওয়া রোগীদের করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষা করে আসছিলেন চিকিৎসক রিয়াজ আর সাহসের সঙ্গে এ কাজ করায় প্রশংসিতও হচ্ছিলেন তিনি। “গিলগিট-বালতিস্তান স্বাস্থ্য বিভাগ অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছে যে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে প্রধান ভূমিকা পালনকারী উসামা রিয়াজ মারা গেছেন,” এক টুইটে বলেছে জিবি সরকারের তথ্য বিভাগ। চিকিৎসক রিয়াজকে সরকারিভাবে জাতীয় বীর ঘোষণা করা হবে বলে তথ্য বিভাগের ওই টুইটে বলা হয়েছে।
×