ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

করোনা সচেতনতায় শিল্পী সমিতির উদ্যোগ

প্রকাশিত: ১৩:০৮, ২৪ মার্চ ২০২০

করোনা সচেতনতায় শিল্পী সমিতির উদ্যোগ

সংস্কৃতি ডেস্ক ॥ চীনের উহান প্রদেশ থেকে সৃষ্ট করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। বিশ্বব্যাপী এই ভাইরাসে আতঙ্কিত কোটি কোটি মানুষ। এ পর্যন্ত ৩ লক্ষাধিক মানুষ আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১৩ হাজারেরও বেশি মানুষ মানুষ। ভয়াবহ এই ভাইরাসের জেরে বিশ্বের বিভিন্ন দেশ- শিক্ষা প্রতিষ্ঠান, খেলাধুলা, বিনোদন, থিয়েটার, জিমসহ সব ধরনের আর্থিক বাজার বন্ধ ঘোষণা করেছে। বিশ্বের কয়েকটি দেশ লকডাউন করেছেন। করোনা আতঙ্ক প্রভাব বিস্তার করেছে বাংলাদেশেও। এ পর্যন্ত ২৭ জন আক্রান্ত এবং ৪ জনের মৃত্যু হয়েছে। বিশ্বের অন্যতম ভয়াবহ পরিস্থিতিতে করোনাভাইরাস প্রতিরোধ সচেতনতায় হ্যান্ড গ্লাভস, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। গত রবিবার বেলা ২টায় বিএফডিসির গেটে এসব বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদ সদস্য ইলিয়াস কাঞ্চন, অঞ্জনা, দিলারা ইয়াসমিন, অরুণা বিশ্বাস, মাসুদ পারভেজ রুবেল, সুব্রত, আলেকজান্ডার বো, মারুফ আকিব, জয় চৌধুরী, জেসমিন, তানহা মৌমাছি, আরশিয়া, প্রেমা, জাকির, সাদমান সামির প্রমুখ। এ সময় চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, আসলে এখন তো সারা পৃথিবীই একটা ক্রান্তিকাল পার করছে। সর্বত্র করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়েছে। তবে আমার মনে হয় এখন আতঙ্কিত হওয়ার চেয়ে সচেতন হওয়াটা জরুরী। আজ আমরা সবাইকে সচেতন করার জন্য রাস্তায় নেমেছি। আমি জানি এটিও অনেক বেশি ঝুঁকিপূর্ণ। এখন হাসপাতালে ডাক্তাররা কাজ করছেন, তারা আরও অনেক বেশি ঝুঁকিতে আছেন, সাংবাদিকরাও ঝুঁকিতে আছেন। তাই শিল্পী হিসেবে আমাকেও কিছুটা ঝুঁকি নিয়ে মাঠে কাজ করতে হচ্ছে। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, শিল্পীরা শুধু চলচ্চিত্রের পর্দায় কাজ করে না, দেশের বিভিন্ন সঙ্কটময় সময় জনসাধারণের পাশে থাকেন। বিভিন্নভাবে তাদের উৎসাহ ও সচেতন করে থাকেন। এর আগেও চলচ্চিত্র শিল্পী সমিতি, ডেঙ্গু সচেতনতায় কাজ করেছে। এবার আমরা করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে জনসাধারণের মাঝে হ্যান্ড গ্লাভস-মাস্ক-স্যানিটাইজার বিতরণ করে।
×