ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সানী জুবায়েরের একাধিক নতুন গান

প্রকাশিত: ১৩:০৮, ২৪ মার্চ ২০২০

সানী জুবায়েরের একাধিক নতুন গান

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী সানী জুবায়ের অচিরেই একাধিক নতুন গান প্রকাশ করতে যাচ্ছেন। সানী জুবায়েরের নিজের লেখা, সুর করা এবং সানী জুবায়ের-তানভীর দাউদ রনির সঙ্গীতায়োজনে মোট নতুন আটটি গানের কাজ চলছে। যার মধ্যে চারটি গানে কণ্ঠ দিবেন সানী জুবায়ের এবং আর বাকি চারটি গানে কণ্ঠ দিবেন তানভীর দাউদ রনি। গানগুলোর কম্পোজিশনের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। গানগুলোর রেকর্ড করা হবে আহমেদ সাব্বিরের ‘অ্যাপল ওয়েব’ স্টুডিওতে। যিনি নরওয়ে থেকে মিউজিক প্রোডাকসন ও সাউন্ড ইঞ্জিনিয়ারিং-এ মাস্টার্স সম্পন্ন করে দেশে এসেছেন। মূলত আহমেদ সাব্বিরই গানগুলোর মিউজিক ভিডিও নির্মাণ করবেন। সানী জুবায়ের একাধারে একজন সঙ্গীতশিল্পী, সঙ্গীত পরিচালক। মোরশেদুল ইসলাম পরিচালিত ‘অনীল বাগচীর একদিন’ চলচ্চিত্রে সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করার জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন। সানী জুবায়েরই এমনই একজন সঙ্গীতশিল্পী যিনি একাধারে দক্ষিণ এশিয়ার একমাত্র উচ্চতর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নেয়া এবং ওয়েস্টার্ন ক্ল্যাসিক্যাল মিউজিক কম্পোজিশন বিভাগে স্নœাতক ও স্নœাতকোত্তর ডিগ্রীধারী। গুণী এই সঙ্গীতশিল্পী ২০০২ সালে সানী জুবায়ের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্মাননা ‘গেরমানস মিউজিক পাবলিক হাউজ’এ ভূষিত হন কম্পোজার অব দ্য ইয়ার’ হিসেবে। যা বাংলাদেশের জন্য অনেক গর্বের বিষয়। নতুন নতুন গানগুলো এবং দক্ষিণ এশিয়ার একমাত্র উচ্চতর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নেয়া এবং ওয়েস্টার্ন ক্ল্যাসিক্যাল মিউজিক কম্পোজিশন বিভাগে স্নœাতক ও স্নœাতকোত্তর ডিগ্রী সম্পন্ন প্রসঙ্গে সানী জুবায়ের বলেন, ‘এবার একটু ভিন্ন ঘরানার গানের দিকে মনোযোগ দেবার চেষ্টা করছি। শ্রোতা দর্শকের জন্য ঠুমরি ভাঙ্গা গান, ক্যারিবিয়ান ফ্লেভারের গান থাকবে। অনেক যতœ নিয়ে কাজ করছি। আমার বিশ্বাস শ্রোতা দর্শক এই গানগুলোর মধ্যে যেমন নতুনত্ব খুঁজে পাবেন ঠিক তেমনি খুঁজে পাবেন তাদের ভাল লাগা। আর উচ্চতর ডিগ্রী অর্জন বিষয়টি আমার জন্য যেমন অনেক সম্মানের সেই সঙ্গে অনেক দায়িত্বের এবং চ্যালেঞ্জেরও বটে। সানী জুবায়েররই সঙ্গীত পরিচালনায় গান গেয়ে প্রিয়াঙ্কা গোপ প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। সানী জুবায়ের একজন সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন আকরাম খানের ‘ঘাসফুল’, মোরশেদুল ইসলামের ‘আঁখি ও তার বন্ধুরা’ এবং আঁকা রেজা গালিবের ‘কালের পুতুল’ সিনেমার। তার সর্বশেষ একক এ্যালবাম ছিল ‘চাঁদের সরোবরে’। সানী জুবায়েরের কণ্ঠে জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘আজ আমার মন ভালো নেই’, ‘শুধু শখের জন্য প্রাণের বদলে’, ‘সহজ চোখে একটু শুধু তাকাও আমার দিকে’, ‘নির্জন স্বাক্ষর’ ইত্যাদি।
×