ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুখর ক্রীড়াঙ্গনে হঠাৎ নীরবতা

প্রকাশিত: ১৩:০৫, ২৪ মার্চ ২০২০

মুখর ক্রীড়াঙ্গনে হঠাৎ নীরবতা

স্পোর্টস রিপোর্টার ॥ মুখর ক্রীড়াঙ্গন আজ নীরব। নেই ক্রীড়াবিদ, সংগঠক, ক্রীড়া প্রতিবেদকদের ব্যস্ততা। নেই পারফর্মেন্স, টুর্নামেন্ট কিংবা সংবাদ প্রচার-প্রকাশের তাড়া। করোনায় থমকে আছে বিশ্ব ক্রীড়াঙ্গন, থমকে আছে দেশের খেলাধুলা। বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস ঘিরে যত ব্যস্ততা ছিল, এক করোনাই থামিয়ে রেখেছে ক্রীড়াবিদ-সংগঠকদের। পেশাদার ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস এ্যাসোসিয়েশন, স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির কার্যক্রমও আপাতত স্থগিত। সতর্কতায় চালু আছে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এ্যাসোসিয়েশন। ক্রিকেট, ফুটবল ছাড়া বেশিরভাগ ক্রীড়া ফেডারেশনের কার্যালয় এই বঙ্গবন্ধু স্টেডিয়াম কমপ্লেক্স ও আশপাশে। এই ফ্লোরে আছে হ্যান্ডবল, সাইক্লিং, এ্যামেচার বক্সিং ফেডারেশন ও রাগবি ফেডারেশন। আছে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি। যার কার্যক্রম বন্ধ হয়ে গেছে ২৭ মার্চ পর্যন্ত। এই ফ্লোরের ওপরে আছে এ্যাথলেটিক্স, উশু, রোইং, জিমন্যাস্টিক্স ফেডারেশনের অফিসও। এই এলাকাজুড়ে আছে হকি, আরচারি, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, দাবা ফেডারেশন। যাদের বেশিরভাগের কার্যক্রম এখন স্থগিত, যারা চালু রেখেছেন খুব স্বল্প পরিসরে চলছে নামমাত্র কার্যক্রম।
×