ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ওএসডি

প্রকাশিত: ১২:৪৯, ২৪ মার্চ ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ওএসডি

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ সরকারের নিষেধাজ্ঞা বা আইন একাধিকবার অমান্য করায় ব্যাপক সমালোচনার মুখে অবশেষে স্বাস্থ্য অধিদফতরের অধীনে ওএসডি করা হলো ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মোঃ শাহ আলমকে। রবিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে ওএসডি করা হয়। আগামী ৭ কর্ম দিবসে তাকে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় তিনি তাৎক্ষণিক অব্যাহতি বা (স্ট্যান্ড রিলিজ) মর্মে গণ্য হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার নতুন সিভিল সার্জন হিসেবে পদায়ন করা হয়েছে স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (ইন্ডাস্ট্রিয়াল হেল্থ) ডাঃ মোহাম্মদ একরাম উল্লাহকে। করোনা ভাইরাসের সতর্কতায় জনসমাগমসহ সামাজিক অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এই নিষেধাজ্ঞা অমান্য করে গত শুক্রবার সিভিল সার্জন শাহ আলম তার সরকারী বাসভবনে ঘটা করে মেয়ের বিয়ের আয়োজন করে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। এর আগে ইংরেজী বছরের প্রথম রাতে সরকারী হাসপাতালে বহির্বিভাগের গেট বন্ধ করে জমকালো অনুষ্ঠানে অংশগ্রহণ করে আতশবাজি ফুটিয়ে তিনি আলোচিত হন। যশোরে কলেজছাত্র ইকলাসের খুনী মৃদুলের আত্মসমর্পণ স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ মণিরামপুরে এইচএসসি পরীক্ষার্থী ইকলাস হত্যা মামলার প্রধান আসামি মৃদুল হোসেন আদালতে আত্মসমপর্ণ করেছে। সোমবার দুপুরে যশোর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে সে আত্মসমর্পণ করে। হত্যাকা-ের পর থেকে মৃদুল পলাতক ছিল। মৃদুল উপজেলার এড়েন্দা গ্রামের আলাউদ্দিনের ছেলে। পলাশী কলেজ থেকে এবার তার এইচএসসি পরীক্ষা দেয়ার কথা। ইকলাস হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খাইরুল জানান, আদালতে মৃদুলের সাত দিনের রিমান্ড আবেদন করবেন। মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৃদুল আদালতে আত্মসমর্পণ করেছে। তার রিমান্ড আবেদন করা হবে। প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে গত ১৭ মার্চ সকালে প্রাইভেট পড়তে এসে পলাশী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে খুন হয় ইকলাস।
×