ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

২৫ মার্চ থেকে খুলনা ঢাকা বাস চলাচল বন্ধ

প্রকাশিত: ১২:৪৭, ২৪ মার্চ ২০২০

২৫ মার্চ থেকে খুলনা ঢাকা বাস চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ বুধবার সকাল থেকে খুলনা হতে রাজধানী ঢাকাসহ সকল দূরপাল্লার রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি কমাতে সোমবার মোটর শ্রমিক ও বাস মালিক সমিতি যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। তবে অভ্যন্তরীণ রুটের বাস চলাচল স্বাভাবিক থাকবে। খুলনা বিভাগীয় মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব জানান, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দূরপাল্লার রুটের বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতোমধ্যে খুলনা- মাদারীপুর রুটের বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। খুলনা থেকে ১৮টি রুটে যাত্রীবাহী বাস চলাচল করে। এছাড়া ট্রাক চলাচলও সীমিত করা হবে বলে জানিয়েছেন খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক-মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বক্স দুদু। মানিকগঞ্জে সাপ্তাহিক হাট বন্ধ নিজস্ব সংবাদদাতা মানিকগঞ্জ থেকে জানান, এবার মানিকগঞ্জে একযোগে করোনাভাইরাস সংক্রমণ রোধে জেলার সকল সাপ্তাহিক হাট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। এছাড়া জেলায় সকল এনজিও ঋণের কিস্তি আদায়ও বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতোমধ্যে সকল উপজেলা নির্বাহী অফিসারকে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ফৌজিয়া খান। সোমবার জেলা প্রশাসক এসএম ফেরদৌস তার স্বাক্ষরিত একপত্রে উল্লেখ করেছেন, যদি কোন এনজিও এই নির্দেশ উপেক্ষা করে ঋনের কিস্তি চাপ প্রয়োগ করে উত্তোলন অব্যাহত রাখে তাহলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এদিকে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ফৌজিয়া খান করোনাভাইরাস সংক্রমণ ও প্রতিরোধের জন্য জেলার সব সাপ্তাহিক হাট বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে। জনস্বার্থে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সব হাট বন্ধ রাখার রাখার বিষয়টি প্রতিটি উপজেলা নির্বাহী অফিসারকে এ সংক্রান্ত নির্দেশ প্রদান করা হয়েছে।
×