ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৩৯তম বিসিএসে উত্তীর্ণ আরও ৯২ চিকিৎসককে নিয়োগ

প্রকাশিত: ১২:৩১, ২৪ মার্চ ২০২০

৩৯তম বিসিএসে উত্তীর্ণ আরও ৯২ চিকিৎসককে নিয়োগ

জনকণ্ঠ ডেস্ক ॥ ঊনচল্লিশতম বিশেষ বিসিএসে উত্তীর্ণ আরও ৯২ চিকিৎসককে স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নব নিয়োগ অধিশাখা সোমবার এদের নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে। খবর বিডিনিউজের। সরকারী কর্ম কমিশনের সুপারিশের ভিত্তিতে ৩৯তম বিশেষ বিসিএসে উত্তীর্ণদের মধ্য থেকে গত ১৯ নবেম্বর চার হাজার ৪৪৩ জন, ৮ ডিসেম্বর ১৬৮ জন এবং গত ২১ জানুয়ারি আরও ১৮ জন চিকিৎসককে নিয়োগ দেয় সরকার। চতুর্থ দফায় সহকারী সার্জন পদে আরও ৯০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে দুইজনকে নিয়োগ দেয়া হলো। নিয়োগপ্রাপ্তদের আগামী ১৯ এপ্রিলের মধ্যে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় নির্দেশিত বা পদায়িত কার্যালয়ে যোগদানের জন্য অনুরোধ করা হয়েছে। ‘ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় থেকে পরবর্তী কোন নির্দেশ না পেলে উল্লেখিত তারিখেই তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদান করবেন।’ নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেয়া হবে এবং এ নিয়োগপত্র বাতিল হয়ে যাবে বলে আদেশে বলা হয়েছে।
×