ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যুদ্ধজয় ভো শহরে!

প্রকাশিত: ১১:২৬, ২৪ মার্চ ২০২০

যুদ্ধজয় ভো শহরে!

মৃত্যুপুরী ইতালিতে যুদ্ধজয়ের ভাব জাগিয়েছে ছোট্ট শহর ভো। করোনা আক্রান্তের সংখ্যা শূন্যতে নেমে গেছে সেখানে। ভেনিস থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত ভো শহর। গত মাসে সেখানে ৩,৩০০ মানুষের করোনা পরীক্ষা হয়েছিল। ২৩ ফেব্রুয়ারি সেখান প্রথম করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শহরের মোট জনসংখ্যার তিন শতাংশ করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা শনাক্ত হওয়া সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হয়। আক্রান্তদের কোথাও যাওয়া বা কারও সঙ্গে দেখা করায় নিষেধাজ্ঞা জারি করা হয়। আক্রান্তরাও সরকারের নির্দেশ মেনে চলেন। দুসপ্তাহ পর বিশেষজ্ঞরা আবার পরীক্ষা করেন। দেখা যায়, করোনা পজিটিভের মাত্রা কমে দাঁড়িয়েছে মাত্র শূন্য দশমিক চার এক (০.৪১) শতাংশ। ভো শহরের বাসিন্দারা বুঝিয়ে দিয়েছেন, এই কঠিন সময় থেকে মুক্তির একমাত্র পথ বাড়িতে থাকা! একমাত্র ঘরবন্দী থাকলেই নিজেকে ও অন্যকে বাঁচানো সম্ভব। ভো শহরে গত ১৪ মার্চ একজন করোনা রোগীকে শনাক্ত করা হয়েছিল। এরপর আর কেউ সেখানে নতুন করে আক্রান্ত হননি। ভো শহরকে প্রথমে ‘করোনা রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তবে করোনা মহামারী জয়ের ক্ষেত্রে ভো শহর নতুন উদাহরণ। -জি নিউজ
×