ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নাটোর জেলা পরিষদে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুর

প্রকাশিত: ১১:২৫, ২৪ মার্চ ২০২০

নাটোর জেলা পরিষদে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২৩ মার্চ ॥ নাটোর জেলা পরিষদের বঙ্গবন্ধুর নির্মাণাধীন ম্যুরাল ভেঙ্গে ফেলেছে বহিরাগত কয়েক দুর্বৃত্ত। সোমবার সকালে জেলা পরিষদের অফিস চলাকালে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নাটোর জেলা পরিষদের নির্বাহী প্রধান ফরহাদুজ্জামান জানান, নাটোর জেলা পরিষদের প্রবেশ মুখের পাশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তার একটি ম্যুরাল নির্মাণের সিদ্ধান্ত হয়। পরবর্তীতে মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে ই-টেন্ডারের মাধ্যমে ৬ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল তৈরির কাজ শুরু হয়। গত ১৭ মার্চ জেলা পরিষদের পক্ষ থেকে সেখানে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। ২৬ মার্চকে সামনে রেখে অবশিষ্ট নির্মাণ কাজ চলছিল। এ অবস্থায় সোমবার সকালে বহিরাগত সন্ত্রাসীরা জেলা পরিষদের ভেতরে ঢুকে বঙ্গবন্ধুর ম্যুরাল ও বেদীর অংশবিশেষ ভেঙ্গে ফেলে। জেলা পরিষদ সদস্য শফিউল আজম ঘটনার নিন্দা জানিয়ে দায়ী ব্যক্তিদের গ্রেফতার ও বিচার দাবি করেন। সংবাদ পেয়ে নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
×