ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সাংবাদিকদের নিরাপত্তা সরঞ্জাম সরবরাহের নির্দেশনা চেয়ে রিট

প্রকাশিত: ১১:১৬, ২৪ মার্চ ২০২০

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সাংবাদিকদের নিরাপত্তা সরঞ্জাম সরবরাহের নির্দেশনা চেয়ে রিট

স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাস থেকে রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সাংবাদিকদের জন্য নিরাপত্তা সরঞ্জাম সরবরাহের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। এদিকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে উন্মুক্ত কোর্টে শুনানি না করে খাস কামরায় বসে মামলার আদেশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে হাইকোর্ট। অন্যদিকে করোনাভাইরাস থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ নেয়ার বিষয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে সাক্ষাত করেছে সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির (বার) নেতৃবৃন্দ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সাংবাদিকদের জন্য নিরাপত্তা সরঞ্জাম সরবরাহের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে রিটটি দায়ের করেন সুপ্রীমকোর্টের আইনজীবী মোঃ জে আর খান রবিন। রিটে করোনায় দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলাবাহিনী ও পুলিশ সদস্যদের নিরাপত্তার জন্য ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জামাদি সরবরাহের ব্যর্থতাকে কেন বেআইনী ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। সেই সঙ্গে সাংবাদিক ও পুলিশদের ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম সরবরাহের নির্দেশনা চাওয়া হয়েছে। দেশের সাধারণ জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে করোনা শনাক্তে ডায়াগনস্টিক সুবিধা, চিকিৎসা সেবা ও সঠিক কোয়ারেন্টাইন বৃদ্ধির নির্দেশনা চাওয়া হয়েছে বলে জানান রিটকারী আইনজীবী। স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব, জনপ্রশাসন সচিব, তথ্য সচিব, বাংলাদেশ প্রেস কাউন্সিল, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাব্যবস্থাপক, আইইডিসিআর’র পরিচালকসহ সংশ্লিষ্ট ১১ জনকে রিটে বিবাদী করা হয়েছে। চলতি সপ্তাহের যেকোন দিন কোর্টে এ বিষয়ে শুনানি হতে পারে বলে তিনি জানান। এর আগে গত ১৯ মার্চ জনস্বার্থে আইনী নোটিস পাঠান এই আইনজীবী। এদিকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে উন্মুক্ত কোর্টে শুনানি না করে খাস কামরায় বসে মামলার আদেশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মোঃ রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ উন্মুক্ত আদালতে সিদ্ধান্তের কথা জানান। আদালত কক্ষে এ সময় সুপ্রীমকোর্টের আইনজীবী সমিতির সভাপতি এম আমিন উদ্দিন উপস্থিত ছিলেন। অন্যদিকে করোনাভাইরাস থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ নেয়ার বিষয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে সাক্ষাত করেছেন সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির (বার) নেতারা।
×