ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বি বাড়িয়ায় স্বর্ণ ছিনতাই ॥ চার জন রিমাণ্ডে

প্রকাশিত: ১১:০৮, ২৪ মার্চ ২০২০

বি বাড়িয়ায় স্বর্ণ ছিনতাই ॥ চার  জন রিমাণ্ডে

স্টাফ রিপোর্টার ॥ ডিবি পরিচয়ে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ব্রাহ্মণবাড়িয়ার এক স্বর্ণব্যবসায়ীর ১৩০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতারকৃত চার জনের বিরুদ্ধে তিন দিনের রিমান্ড নিয়েছে পুলিশ। আদালতে সংশ্লিষ্ট নিবন্ধন কর্মকর্তা জানান, সোমবার ঢাকা মহানগর হাকিম আদালতে তাদের রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ডকৃতরা হচ্ছেÑ মোঃ মোছলেম (৩৫), আছীব চৌধুরী ওরফে ফিরোজ ( ৫৪), মোঃ জাফর ইকবাল (৫৫) ও মোঃ মাসুম হাসান (৩২)। এ ডিবি (সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন) বিভাগের অর্গানাইজড ক্রাইম প্রিভেনশন টিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ নাজমুল হক জানান, গত ১৯ মার্চ বিকেল সাড়ে তিনটায় ব্রাহ্মণবাড়িয়ার স্বর্ণব্যবসায়ী গহনা জুয়েলার্সের মালিক সুজন বনিকের ভাই প্রীতম বনিক ও সুমন চৌধুরী ব্যবসায়িক প্রয়োজনে রাজধানীর তাঁতীবাজার থেকে ১৩০ ভরি স্বর্ণালঙ্কার ক্রয় করে ট্রেনযোগে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার উদ্দেশে কমলাপুর রেলস্টেশনে পৌঁছেন। ট্রেন আসতে দেরি হওয়ায় তারা রেল স্টেশনের ভেতরে একটি ফাস্টফুডের দোকানে কিছু খাবারের জন্য অপেক্ষা করছিলেন। এমন সময় প্ল্যাটফর্মে শত শত মানুষের সামনে তিন-চার দুষ্কৃতিকারী ফাস্টফুডের দোকানের সামনে প্রীতম বনিক ও সুমন চৌধুরীর দিকে তেড়ে এসে দোকানে প্রবেশ করে জোরপূর্বক তাদের কাছ থেকে গহনা রক্ষিত ব্যাগটি দিতে বলে। এ সময় তারা নিজেদের আইনশৃঙ্খলা বাহিনী ডিবি পরিচয় দেয়। তখন কিছু বুঝে উঠার আগেই তারা ব্যাগভর্তি ১৩০ ভরি স্বর্ণালঙ্কার নগদ ৪ লাখ ৮০ হাজার টাকা ও তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় প্রীতম বনিক ও সুমন চৌধুরীর সন্দেহ হয় তারা ছিনতাইকারী। এ সময় দুতিনজন দ্রুত ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে জনতা ইমন ওরফে লাক মিয়া (২৮) নামে এক ছিনতাইকারীকে ধরে ফেলে। পরে প্রীতম বনিক বাদী হয়ে রেলওয়ে থানা মামলা করেন।
×