ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

থানায় আগত ব্যক্তিদের মাস্ক পরে সাবান দিয়ে হাত ধুয়ে ঢুকতে হবে

পুলিশ বাহিনী সদস্যদের সতর্কতা অবলম্বনের নির্দেশ

প্রকাশিত: ১১:০২, ২৪ মার্চ ২০২০

পুলিশ বাহিনী সদস্যদের সতর্কতা অবলম্বনের নির্দেশ

শংকর কুমার দে ॥ বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রায় আড়াই লাখ সদস্যকে করোনাভাইরাসের হাত থেকে বাঁচতে সতর্কতা ও সাবধানতা অবলম্বনের জন্য দিকনির্দেশনা দিয়েছে পুলিশ সদর দফতর। পুলিশ সদর দফতরের বার্তায় বলা হয়েছে, দেশের প্রতিটি থানা, ইউনিটে ডিউটিরত পুলিশ সদস্যদের মাস্ক, গ্লাভস, টুপি, মোজা পরতে হবে। দেশের থানাগুলোতে পুলিশের সাহায্য নিতে আগত ব্যক্তিদের মাস্ক পরে সাবান দিয়ে হাত ধুয়ে থানায় প্রবেশ করতে হবে। দেশের সকল জেলা, থানা, মহানগর ও রেঞ্জ ডিআইজিদের কাছে প্রতিটি ইউনিটের কর্তব্যরত পুলিশ সদস্যদের জন্য এই নির্দেশ দেয়া হয়েছে। পুলিশ সদর দফতর সূত্রে এ খবর জানা গেছে। পুলিশ সদর দফতরের একজন কর্মকর্তা বলেন, করোনাভাইরাসের হাত থেকে বাঁচতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করার পাশাপাশি পুলিশের ভেতরও সতর্কতামূলক নানা উদ্যোগ নেয়া হয়েছে। প্রতিটি ইউনিটকে বিশেষ নির্দেশনাও দেয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী ইউনিটগুলোয় বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। আড়াই লাখ পুলিশের মধ্যে এখনও পর্যন্ত এই ভাইরাস কারও শরীরে দেখা দেয়নি। পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, পুলিশ সদর দফতরের প্রতিটি ইউনিট ও থানায় করোনা প্রতিরোধে এ ধরনের বেশকিছু উদ্যোগ নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে ডিউটির সময় মাস্ক, গ্লাভস, টুপি ও মোজা ব্যবহার করছে পুলিশ। একইসঙ্গে আগতদের প্রবেশ করানো হচ্ছে হাত ধোয়ার পর। দেশের থানায় অবস্থানরত পুলিশ সদস্য এবং পুলিশের সাহায্য নিতে আগত ব্যক্তিদের অবশ্যই মাস্ক পরে সাবান দিয়ে হাত ধুয়ে থানা এলাকায় প্রবেশ করতে হবে। পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, ডিউটিতে অর্থাৎ কর্মস্থলে প্রবেশের আগে মাস্ক ব্যবহার করা, নিয়মিত সাবান, হ্যান্ডওয়াশ ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে বাধ্যতামূলক করা হয়েছে। নিজেদের মধ্যে সমাগম না করার জন্যও বলা হয়েছে। একই জায়গায় গাদাগাদি করে যেন থাকতে না হয়, সেজন্য পুলিশ সদস্যদের বিভিন্ন জায়গায় স্থানান্তর করা হয়েছে। পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকাসহ দেশের সকল স্থানে জনসমাগম না করার জন্য প্রচার চালানোর কৌশল হিসেবে মাইকিং, স্থানীয় ক্যাবল নেটওয়ার্ক ব্যবহার করছে পুলিশ। করোনাভাইরাসের ভয়াবহতা সম্পর্কে বিভিন্ন দিক সম্পর্কেও সচেতন করা হচ্ছে। দেশের প্রতিটি থানার গেটের সামনে করোনার পরিচয় ও এই ভাইরাস থেকে পরিত্রাণের উপায় সংবলিত ব্যানার টানানোর নির্দেশ দেয়া হয়েছে। থানায় আগত লোকজনের হাত ধোয়ার জন্য পানি, সাবান ও স্যানিটাইজার রাখার জন্য নির্দেশ দেয়া হয়েছে বলে পুলিশ সদর দফতরের দাবি।
×